ফিরদৌসকে দেশে ফিরয়ে ছবি করাতে মরিয়া পরিচালক

কলকাতা: তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় দায়ে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় তারকা ফিরদৌসকে৷ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বিদেশি হয়ে ভোট প্রচার করার দায়ে তাঁকে অবিলম্বে দেশ ছাড়তে হবে৷ শুধু, দেশ ছাড়ার নির্দেশই নয়, ফিরদৌসের ভিসাও বাতিল করা হয়৷ অভিনেতাকে কালো তালিকাভুক্তও করা হয়৷ কিন্তু, এর পরও ফের

ফিরদৌসকে দেশে ফিরয়ে ছবি করাতে মরিয়া পরিচালক

কলকাতা: তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় দায়ে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় তারকা ফিরদৌসকে৷ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বিদেশি হয়ে ভোট প্রচার করার দায়ে তাঁকে অবিলম্বে দেশ ছাড়তে হবে৷ শুধু, দেশ ছাড়ার নির্দেশই নয়, ফিরদৌসের ভিসাও বাতিল করা হয়৷ অভিনেতাকে কালো তালিকাভুক্তও করা হয়৷ কিন্তু, এর পরও ফের ভারতে ফিরতে চান বাংলাদেশি এই অভিনেতা৷

কবে কাটবে এর নিষেধাজ্ঞা? তা জানেন না খোদ অভিনেতা৷ তবে, একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, এখনও তিনি জানেন না যে কবে আবার ফিরতে পারবেন ছবির কাজে৷ তাঁর যদি একান্তই ফিরতে দেরি হয়, তাহলে তিনি ছবির নির্মাতাদের ছবির কাজ আরও কিছুদিন পিছিয়া দেওয়ার অনুরোধ করবেন৷ তবে আবেগের বশে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে অংশ নেওয়া যে তাঁর কত বড় ভুল ছিল, তা অবশ্য নিজে মুখেই স্বীকার করেছেন তিনি৷ তবে গোটা ইউনিটের এখন একটাই প্রার্থনা, জটিলতা কাটিয়ে যাতে খুব তাড়াতাড়ি আবার শুরু করা যায়, ছবির শ্যুটিং৷

এই মুহূর্তে ভারতে দত্তা নামে একটি ছবির কাজ করছিলেন ফিরদৌস৷ বিপরীতে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ ছবির পরিচালক নির্মল চক্রবর্তীর জানান, মাত্র কুড়ি শতাংশ শ্যুটিং হয়েছে। এখনও প্রায় আশি শতাংশ কাজই বাকি৷ তবে এই অবস্থায় কী করে শেষ হবে ছবির কাজ, তাই নিয়ে ধন্দে পরিচালক-সহ গোটা ইউনিট৷ তবে, ফিরদৌসকে বাতিল করার কথা ভাবছেন না পরিচালক৷ বরং তাঁকে নিয়েই ছবির কাজ এগোতে চান বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 7 =