তৃণমূল সাংসদ নুসরতের রাজকীয় বিয়ে, কোথায় বসছে আসর?

কলকাতা : তুরস্কের বোদরুম শহরে বসছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ের আসর! ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন ১৯ জুন৷ ১৫ জুন রাতেই বোদরুম পৌঁছেবেন নুসরত ও নিখিলের পরিবার৷ শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে৷ টলিউডের লাস্যময়ী নায়িকা বিয়ের জন্য ডেস্টিনেশন ওয়েডিংকেই বেছে নিচ্ছেন, সেটা আগেই জানা গিয়েছিল৷ জানা গিয়েছে, তুরস্কের বোদরুম শহরে একটি

তৃণমূল সাংসদ নুসরতের রাজকীয় বিয়ে, কোথায় বসছে আসর?

কলকাতা : তুরস্কের বোদরুম শহরে বসছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ের আসর! ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন ১৯ জুন৷ ১৫ জুন রাতেই বোদরুম পৌঁছেবেন নুসরত ও নিখিলের পরিবার৷ শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে৷ টলিউডের লাস্যময়ী নায়িকা বিয়ের জন্য ডেস্টিনেশন ওয়েডিংকেই বেছে নিচ্ছেন, সেটা আগেই জানা গিয়েছিল৷

জানা গিয়েছে, তুরস্কের বোদরুম শহরে একটি রাজকীয় বিয়েবাড়ি ১৫ থেকে ২০ জুন পর্যন্ত বুক করা হয়েছে৷ বিয়ে, মেহেন্দি ও হলদি অনুষ্ঠানের জন্য থিমে সাজানো হয়েছে৷ বিয়ে উপলক্ষে মোট ২৫-৩০ জনের দল সেখানে যাবেন৷ বিয়েতে যোগ দিতে সাংসদ মিমি চক্রবর্তী তুরস্কে যাচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 18 =