জানেন, প্রথম জীবনে কীভাবে লড়াই করেছিলেন সোনু নিগম?

মুম্বই: সোনু নিগম৷ হিন্দি গানের দুনিয়ার বেতাজ বাদশা৷ কিন্তু, জানানে কি সফল হওয়ার আগে ঠিক কী কী করতেন সোনু নিগম? জানা গিয়েছে, সফল হওয়ার যখন লড়াই করছিলেন সোনু নিগম, তখন টাকা উপার্জনের জন্য বিভিন্ন বিয়ে বাড়িতে মহম্মদ রফির গলা নকল করে গাইতেন৷ মাত্র ৪ বছর বয়সে প্রথম মঞ্চে ওঠেন সোনু৷ প্রথম মঞ্চে ওঠেন বাবার হাত

জানেন, প্রথম জীবনে কীভাবে লড়াই করেছিলেন সোনু নিগম?

মুম্বই: সোনু নিগম৷ হিন্দি গানের দুনিয়ার বেতাজ বাদশা৷ কিন্তু, জানানে কি সফল হওয়ার আগে ঠিক কী কী করতেন সোনু নিগম? জানা গিয়েছে, সফল হওয়ার যখন লড়াই করছিলেন সোনু নিগম, তখন টাকা উপার্জনের জন্য বিভিন্ন বিয়ে বাড়িতে মহম্মদ রফির গলা নকল করে গাইতেন৷ মাত্র ৪ বছর বয়সে প্রথম মঞ্চে ওঠেন সোনু৷ প্রথম মঞ্চে ওঠেন বাবার হাত ধরে৷ সোনুর বাবা আগম নিগম ছিলেন গায়ক৷ ফলে, রক্ত ছিল সুর৷ পরে সংসার চালাতে বিয়ে বাড়িতে গান গেয়ে রোজগার করতে থাকেন তিনি৷

১৯৭৩ সাল৷ আজ এই দিনেই জন্ম নেন সোনু নিগম৷ ভারত-পাকিস্তান বিভক্ত হওয়ার সময় সোনুর ঠাকুরদা  রিফিউজি হিসেবে চলে আসেন ভারতে৷ ভারতে বসবাস করে নিগম পরিবারের উৎপত্তি হয়৷ শোনা যায় ফৈজাবাদের গ্রামে অশ্বত্থ গাছের নীচে রোজ সন্ধ্যায় চুলা জ্বালানো হত৷ সেখানে গ্রামের সব মহিলারা রুটি বানাতেন৷ সেউ চুলা পাশে বেসেই রুটি খেতন তিনি৷ সোনু নিগমের বাবা আগম নিগম ও তাঁর দিদি খুব ভাল গান গাইতেন৷ মাত্র ৪ বছর বয়সে সোনু বাবার হাত ধরে প্রথম গানের মঞ্চে ওঠেন৷ পরে তিনি মহম্মদ রফির গান গেয়েই শিল্পী মহলে পরিচিত হতে থাকেন৷

মঞ্চ ছাড়াও বাবার সঙ্গে বিয়েবাড়িতেও যেতেন গাইন গাইতে৷ যা রোজগার হত, বাবার হাতে তুলে দিতেন৷ ১৯ বছর বয়সে সোনু মুম্বই চলে যান৷ নাড়া বাঁধেন ওস্তাদ গুলাম মুস্তাফা খানের কাছে৷ শুরুতে তিনি মহম্মদ রফির গান গেয়ে মঞ্চ মাতাতেন তিনি৷ এটাই ছিল তাঁর রোজগার৷ পরে কম বাজেটের ছবিতে  ও অভিনয়ের সুযোগ পান৷ পরে টিসিরিজের গানের অডিশন দেন৷ সেখানে তাঁর গানের অ্যালবাম তৈরি করা হয়৷ রফি কা ইয়াদোঁ নামে টি-সিরিজের অ্যালবাম সোনুকে আর পিছনে ফিরে তাকাতে দেয়নি৷ নিয়ে গিয়েছে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =