কলকাতা: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার রাজ্য সরকারি প্রভাবিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটির অ্যাডভাইজারি কমিটির পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী ও চিত্রপরিচালক অপর্ণা সেন৷ অ্যাডভাইজারি কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণায় আপত্তি তুলেছেন অপর্ণা৷ এই আপত্তির পিছনে তিনটি কারণ উল্লেখ করেছেন তিনি৷
সংবাদমাধ্যমে অপর্ণা জানিয়েছেন, কোনও রমক আলোচনা না করে তাঁর নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তাতে তাঁর আপত্তি আছে৷ চলচ্চিত্র শিল্পে বিপুল অভিজ্ঞতা থাকা সত্বরে তাঁকে অ্যাডভাইজারি কমিটির চেয়ারপার্সন হওয়া উচিত ছিল বলেও দাবি করেছেন তিনি৷ কিন্তু, তা করা হয়নি৷ ছবির কাজে ব্যস্ত থাকবেন বলে তিনি চলচ্চিত্র উৎসব কমিটির অ্যাডভাইজারি কমিটির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলেও জানিয়েছেন৷
অন্যদিকে, রাজ্য সরকারি প্রভাবিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তাঁর এই সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত কারণ হিসাবে উল্লেখ করেছেন অভিনেতা৷ অ্যাডভাইজারি কমিটি থেকেও সড়ে দাঁড়িয়েছেন তিনি৷
চলতি বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষ৷ ফলে, উৎসবের প্রস্তুতি চলছে জোরকদমে৷ কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষ ঘিরে ফিরল বিতর্ক৷ গত বছর চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ কিন্তু, এবার রাজ চক্রবর্তীকে ওই পদে বসানো হয়েছে৷ এই নিয়ে শুরু হয় বিতর্ক৷ বিতর্কের আরও উস্কে সংবাদমধ্যমে প্রসেনজিৎ বলেন, আমি গোটা বিষয়টি নিয়ে অন্ধকারে৷ আমাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি৷ তবে, আমি জানিয়ে দিয়েছি, ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছি৷’’