টলিপড়ায় থাবা বসাতে ‘খোলা হাওয়া’ তুলল সঙ্ঘ পরিবার

কলকাতা: টালিগঞ্জের চলচ্চিত্র দুনিয়ায় দখল বাড়াতে নয়া সংগঠনের দরজা খুলল সংঘ পরিবার৷ খোলা হাওয়া নামের এই সংগঠনটি আদতে বিজেপির ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি সংগঠন৷ মূলত টালিগঞ্জ দখলের লক্ষ্য রয়েছে এই সংগঠনের৷ যানা গিয়েছে, বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাসগুপ্ত নেতৃত্বে এই খোলা হাওয়া প্রথম তৈরি হয়৷ এবার সেই কমিটির মাথায় বসানো হল কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক

টলিপড়ায় থাবা বসাতে ‘খোলা হাওয়া’ তুলল সঙ্ঘ পরিবার

কলকাতা: টালিগঞ্জের চলচ্চিত্র দুনিয়ায় দখল বাড়াতে নয়া সংগঠনের দরজা খুলল সংঘ পরিবার৷ খোলা হাওয়া নামের এই সংগঠনটি আদতে বিজেপির ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি সংগঠন৷ মূলত টালিগঞ্জ দখলের লক্ষ্য রয়েছে এই সংগঠনের৷

যানা গিয়েছে, বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাসগুপ্ত নেতৃত্বে এই খোলা হাওয়া প্রথম তৈরি হয়৷ এবার সেই কমিটির মাথায় বসানো হল কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়কে৷ খোলা হওয়ার কমিটিতে স্থান পেয়েছেন সঙ্ঘ ঘনিষ্ঠ রন্তিদেব সেনগুপ্ত ও রাজ্য বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর বেশ কয়জন ঘনিষ্ঠ৷

জানা গিয়েছে, ২০২১ এর আগে সংঘ পরিবার বাংলার সমস্ত স্তরেই তাদের আধিপত্য বাড়াতে চলেছে৷ আর সেই লক্ষ্যে টলিপাড়ায় থাবা বসাতে বিজেপির নতুন সংগঠনে রন্তিদেব সেনগুপ্তকে আনা হয়েছে বলে খবর৷ এই মুহূর্তে টালিগঞ্জ দখলের লক্ষ্যে তিন তিনটি সংগঠন রয়েছে বঙ্গ বিজেপির৷ দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত অগ্নিমিত্রা পলের হাতে রয়েছে একটি সংগঠন৷ আরও একটি সংগঠন গড়ে তুলেছেন শঙ্কুদেব পান্ডা৷ দু’টি সংগঠনের মধ্যেই রয়েছে বিস্তর দ্বন্দ্ব৷ এবার এই পরিপ্রেক্ষিতে সমস্ত দ্বন্দ্ব মিটানো লক্ষ্যে খোলা হাওয়ায় গতি বাড়ানো হচ্ছে বলে খবর৷

টলিগঞ্জে তৃতীয় সংগঠনের উৎপত্তি সম্পর্কে নতুনদের মধ্যে ভুল ধারণা যাতে তৈরি না হয় সেই কারণে রন্তিদেব সেনগুপ্তের মতো বিশিষ্ট সাংবাদিক তথা সঙ্গে ঘনিষ্ঠ সংগঠনকে আনা হয়েছে৷ একই সঙ্গে বিজেপির ছত্রছায়ায় থাকা পৃথক সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা শুরু করেছে বিজেপি৷ দিলীপ ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পল ও মুকুল ঘনিষ্ঠ শঙ্কুদেবের সংগঠন ‘খোলা হাওয়া’য় নিজেদের পালে কতটা হাওয়া টানতে পারে সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *