কলকাতা: অবশেষে কমল অন্তত ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম৷ চারটি ব্রডকাস্টিং সংস্থা তাদের চ্যানেলগুলির দাম কমানোর ঘোষণা করেছে বলে খবর৷ কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়েছে, চ্যানেল পিছু নতুন দাম অবিলম্বে কার্যকর করতে হবে৷ যদি কোনও গ্রাহক যদি আগে থেকে পুরানো হারে চ্যালেনের দাম দিয়ে থাকেন, তাহলে ওই দর্শককে বিশেষ সুবিধা দিতে হবে কর্তৃপক্ষকে৷
প্রতিযোগিতার বাজারে দর্শক ধরে রাখতে চ্যানেল পিছু দাম বেশ খানিকটা কমানোর কথা ঘোষণা করেছে চারটি বৃহৎ সম্প্রচার সংস্থা৷ সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা চ্যানেল রয়েছে৷ চ্যানেলের প্যাকেজ পিছু ৭ থেকে ১০ টাকা রপর্যন্ত দাম কমেছে৷ তবে, কতদিন কম দামে চ্যানেল দেখার সুবিধা মিলবে, তা অবশ্য স্পষ্ট নয়৷ দম কমানোর বিষয়টি অপাতত উৎসব অফার বলেই চালানো হচ্ছে৷
স্টার প্লাস দাম ছিল ১৯টাকা৷ এখন হয়েছে ১২টাকা৷ ন্যাশনাল জিওগ্রাফির আগে দাম ছিল প্রতিমাসে দু’টাকা৷ এখন ১ টাকা ধার্য হয়েছে৷ স্টার স্পোর্টস ফাস্টের দাম ছিল ১টাকা৷ এখন মাত্র এক পয়সা৷ জি টিভির দাম ছিল ১৯ টাকা৷ এখন ১২টাকা করা হয়েছে৷ জি বাংলার দাম ছিল ১৯ টাকা৷ তা কমে হয়েছে ১২টাকা৷ স্টার জলসার দাম ছিল ১৯টাকা৷ এখন তা কমিয়ে ১২টাকা করা হয়েছে৷ কালার্স হিন্দির দাম ছিল ১৯টাকা৷ করা হয়েছে ১২টাকা৷ হাঙ্গামা টিভি প্লাস ৬টাকা থেকে কমে ১টাকা করা হয়েছে৷
এখনও পর্যন্ত ৩টি সংস্থা জানিয়েছে, প্রায় তিন মাস পর্যন্ত অফার চালু রাখা হবে৷ অন্য একটি সংস্থা তাদের সময়সীমা ঘোষণা করেনি৷ ফলে চ্যানেলগুলির পুরানো দাম ফের ফেরার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ তবে, আপাতত টিভি দেখার মাসিক টাকা বেশ কিছুটা কমেছে তাতে সংশয় নেই৷
Channel | Festive Offer Price (Rs) | Current Price (Rs) | |
Star Plus | 12 | 19 | |
Maa TV | 12 | 19 | |
Star Jalsha | 12 | 19 | |
Asianet | 12 | 19 | |
Vijay | 12 | 17 | |
Asianet Movies | 12 | 15 | |
Star Sports 1 Marathi | 8 | 13 | |
Star Sports 2 | 5 | 6 | |
Hungama TV | 1 | 6 | |
National Geographic | 1 | 2 | |
Star Sports 3 | 1 | 2 | |
Vijay Super | 1 | 2 | |
National Geographic Tamil | 1 | 2 | |
National Geographic Telugu | 1 | 2 | |
Nat Geo Wild | 0.1 | 1 | |
Star Sports First | 0.1 | 1 |