বাঙালিয়ানার এক টুকরো সংস্করণ ‘তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসব’

কলকাতা: হায়দ্রাবাদের বানঞ্জারা হিলসের প্রসাদ ফিল্মস থিয়েটারে ছোট্ট একটুকরো বাংলা৷ হঠাৎ দেখলে কলকাতার নন্দন চত্বর বলেও মনে হতে পারে৷ ৬ থেকে ৮ ডিসেম্বর, এই তিনদিন তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব ঘিরে বাঙলা ও প্রবাসী বাঙালির মহামিলন ক্ষেত্র হয়ে উঠতে চলেছে প্রাসাদ ফিল্ম থিয়েটার চত্বর৷ হায়দ্রাবাদ বেঙ্গলি সমিতি ও তেলেঙ্গানার পর্যটন ও শিল্প-সংস্কৃতি বিভাগ, মুভিং ইমেজেস অ্যান্ড

বাঙালিয়ানার এক টুকরো সংস্করণ ‘তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসব’

কলকাতা: হায়দ্রাবাদের বানঞ্জারা হিলসের প্রসাদ ফিল্মস থিয়েটারে ছোট্ট একটুকরো বাংলা৷ হঠাৎ দেখলে কলকাতার নন্দন চত্বর বলেও মনে হতে পারে৷ ৬ থেকে ৮ ডিসেম্বর, এই তিনদিন তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব ঘিরে বাঙলা ও প্রবাসী বাঙালির মহামিলন ক্ষেত্র হয়ে উঠতে চলেছে প্রাসাদ ফিল্ম থিয়েটার চত্বর৷ হায়দ্রাবাদ বেঙ্গলি সমিতি ও তেলেঙ্গানার পর্যটন ও শিল্প-সংস্কৃতি বিভাগ, মুভিং ইমেজেস অ্যান্ড উৎসব কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই চলচ্চিত্র উৎসবের এবার তৃতীয় বছর৷ মিডিয়া পার্টনার ‘হ্যালো’৷

জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে তিনদিনে মোট ২৩টি ছবি দেখানো হবে তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে৷ ১১টি পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবির তালিকায় থাকছে বহমান, ঘরে বাইরে আজ, মিতিন মাসি, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই, সহবাসে, কলকাতায় কোহিনূর, সামসারা, হৃদমাঝারে, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, নির্বাণ এবং আমি জয় চ্যাটার্জি৷ স্বল্পদৈর্ঘ্যের ছবির তালিকায় থাকছে দ্য সিক্স এলিমেন্ট, বিয়ন্ড ড্রিমস, ক্যানভাস, হাই টু বিকাম এ রেপিস্ট, ভরম, চোর, পকেটমার, ভানুসিংহ৷

বাঙালিয়ানার এক টুকরো সংস্করণ ‘তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসব’

আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দ্য গ্রেস অব গডস’, ‘লাভলেস’ এবং ‘ওড টু মাই ফাদার’৷ জনপ্রিয় বিভাগে চারটি প্রশংসিত নতুন ছবি রয়েছে যার দুটি শীঘ্রই মুক্তি পাচ্ছে৷ উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্বাশ্বত চ্যাটার্জি৷ উপস্থিত থাকবেন অপর্ণা সেন, রাখি গুলজার, ব্রাত্য বসু, অরিন্দম শীল, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন দত্ত সহ একঝাঁক তারকা৷ এবারের উৎসবে থাকছে নাটকীয় ব্যক্তিত্ব মোহাম্মদ আলী বেগ এবং প্রশংসিত পরিচালক দেবাশীষ সেন শর্মার মত বিশিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে অ্যাক্টিং ওয়ার্কশপ সহ বিভিন্ন আকর্ষণ৷ থাকছে বিখ্যাত পরিচালক হৃত্বিক ঘটক ও একটি গৌতম ঘোষের একটি চিত্র প্রদর্শনী, সেমিনার এবং আরও নানান প্রতিযোগিতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =