আর নয় ঘনিষ্ঠ দৃশ্য, ফের শুরু অন্তরঙ্গহীন টলিপাড়ার শুটিং

আর নয় ঘনিষ্ঠ দৃশ্য, ফের শুরু অন্তরঙ্গহীন টলিপাড়ার শুটিং

কলকাতা: দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে প্রায় আড়াই মাস ধাপে ধাপে সচল হতে চলেছে টলিউড৷ আগামি ১০ জুন থেকে শুরু হবে  বাংলা ধারাবাহিক ও সিনেমার শুটিং৷ তবে, থাকছে গুচ্ছ বিধিনিষেধ৷ সঙ্গে শিল্পীদের জন্য ২৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা৷

কীভাবে শুরু হবে টলিপাড়ার শুটিং? কী হবে শিল্পীদের ভবিষ্যৎ? দফায় দফায় এই নিয়ে শুরু হয় আলোচনা৷ আজ বিকেল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে টেকনিশিয়ান স্টুডিয়োতে আলোচনায় বসে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও প্রোডিউসারস গিল্ড৷ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়৷

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্বাস্থা বিধি মেনে আগামী ১০ জুন থেকে শুরু হবে  বাংলা ধারাবাহিক ও সিনেমার শুটিং শুরু হবে৷ ১৫ জুন থেকে শুরু হবে নতুন সম্প্রচার৷ তবে, করোনা আবহে ১০ বছরের কম বয়সী কোনও শিশু শিল্পী শুটিংয়ে অংশ নিতে পারবে না৷ এমনকী ৬৫ বছরের বেশি প্রবীণ অভিনেতা মুচলেকা দিয়ে শুটিংয়ে অংশ নিতে পারবেন৷ কলাকুশলীদের জন্য থাকছে ২৫ লক্ষ টাকার স্বাস্থা বিমার করা হবে৷ সংশ্লিষ্ট চ্যানেন কর্তৃপক্ষ ৫০ শতাংশ ও প্রযোজনা সংস্থা দেবে ৪০ শতাংশ এবং অভিনেতা নিজে দেবেন ১০ শতাংশ৷ এ ছাড়াও আপাতত ঘনিষ্ঠ দৃশ্য বাদ রেখে হয়ে শুটিং৷ কোনও রকম অন্তরঙ্গ দৃশ্য না রেখে চিত্রনাট্য প্রস্তুত করতে হবে বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =