নয়া দিল্লি: করোনা সঙ্কটের প্রভাব পড়েছে বিশ্বের সর্বত্রই। ব্যবসা বাণিজ্যও ক্ষয়ক্ষতির মুখে। স্বাভাবিক অবস্থায় ফিরতে বিশ্ববাসীকে আর কতদিন অপেক্ষা করতে হবে কারওই জানা নেই। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও রমরমিয়ে চলছে নীল ছবির ব্যবসা। গোটা বিশ্ব জুড়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে ক্রমেই ফুলে ফেঁপে উঠছে পর্ন ইন্ডাস্ট্রি। গত তিনমাসে রেকর্ড লাভের মুখ দেখছেন পর্ন তারকারা, এমনই দাবি দ্য রিঙ্গার-এর।
করোনা সংক্রমণ রুখতে শুধু এই দেশেই নয়, গোটা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে লকডাউন পরিস্থিতি। বর্তমানে নিয়ম কিছুটা শিথিল হলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আর এই অবস্থায় বিশ্ববাসী সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে একপ্রকার ঘরবন্দি। সেই সুযোগেই বাড়বাড়ন্ত আকার নিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। সোফিয়া রোজ নামে এক পর্নতারকা জানিয়েছেন, গত বছরও তাঁকে কখনও নিউইয়র্ক, কখন প্যারিস, কখনও লন্ডন বা টোকিওয় নিয়মিত যাতায়াত করতে হয়েছে।
ভিডিও শুট কিংবা ভক্তদের সঙ্গে দেখা করার মতো বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশ নিতে হতো কিন্তু কোভিড ১৯-এর জেরে চলতি বছরে সেই সমস্ত ইভেন্ট বন্ধ রয়েছে। ঘরবন্দিই দিন কাটাচ্ছেন তিনি। তবে করোনা সঙ্কটেই শাপে বর হয়েছে তাঁর মতো বহু পর্ন তারকার। সোফিয়া বলেন, 'এই মহামারী থেকে আমরা একদিন নিশ্চয়ই মুক্তি পেতে পারি। কিন্তু সব স্বাভাবিক হলেও আমাকে হয়তো আর গতবছর বা তার আগের মতো দৌঁঝাঁপ করার প্রয়োজন পড়বে না। কারণ বর্তমান সঙ্কটই আর্থিক দিক থেকে অনেকটাই সুরাহা দিচ্ছে আমাকে।' সূত্রের খবর, করোনা মহামারীর জেরে পর্ন ইন্ডাস্ট্রির বেশিরভাগ স্টুডিওই বন্ধ। এই পরিস্থিতিতে এমন বহু ওয়েবসাইট বাজারে এসেছে, যেখানে পর্ন বিক্রি করলে মোটা টাকা পাচ্ছেন তারকারা।
শিকাগোর এক পর্ন তারকার কথায়, 'চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমার আয় হয়েছিল ১.৫ লক্ষ টাকা। মার্চ মাসে তা বেড়ে ২.৫ লক্ষ টাকা হয়েছিল। এপ্রিল মাসে তা আরও বেড়ে ৫ লক্ষ ৭০ হাজার টাকা হয়েছে।' মাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমেই তাঁর আয় বেড়েছে এই লকডাউন পরিস্থিতিতে। সংবাদসূত্রে জানা গেছে, ওয়েবসাইটটিতে শিকাগোর ওই পর্ন তারকার প্রায় ৩৫ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। দ্য রিঙ্গার জানিয়েছে, নীল ছবির ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকাই লাভের মুখ দেখছে এর মাধ্যমে। প্রতিষ্ঠিত পর্ন তারকার থেকে শুরু করে সদ্য ইন্ডাস্ট্রিতে পা রাখা তারকারাও ঘরে বসেই তাঁদের নীল ছবি তৈরি ও এডিট করে সরাসরি তাঁদের ভক্তদের কাছে সরবরাহ করতে পারছেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। যেখানে স্টুডিও খরচ বা প্রযোজনা সংস্থার শর্তও মানতে হচ্ছে না। স্বাভাবিকভাবেই করোনা সঙ্কটে যেন শাপে বর হয়েছে পর্ন তারকাদের কাছে।