জল, খাবার ছাড়া ধ্বংসস্তূপে বেঁচে ১২ দিন! সিরিয়ায় উদ্ধার ব্যক্তি

জল, খাবার ছাড়া ধ্বংসস্তূপে বেঁচে ১২ দিন! সিরিয়ায় উদ্ধার ব্যক্তি

আলেপ্পো: লাগাতার ভূমিকম্প, মাঝে আবার বন্যা, এখন প্রবল ঠান্ডা। তুরস্ক এবং সিরিয়ায় বর্তমান অবস্থা নিয়ে বলার মতো ভাষা অনেকেই পাবেন না। কিন্তু এতকিছুর মধ্যেও থেমে নেই উদ্ধারকাজ। দিনরাত এক করে কাজ করে চলেছে উদ্ধারকারী দল এবং চেষ্টা করছে যদি আরও জীবিত কাউকে উদ্ধার করা যায়। তুরস্কের মাটি থেকে শেষ কয়েকদিনে কয়েকজনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা গিয়েছে। এবার সিরিয়াতেও তা সম্ভব হল। প্রায় ১২ দিন ধরে ধ্বংসস্তূপে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে।

আরও পড়ুন- জুলি-রোমিওদের হাত ধরে কলকাতার সঙ্গে জুড়ে গেল তুরস্ক

স্থানীয় সূত্রে খবর, ১২ দিন বা প্রায় ২৭৮ ঘণ্টা ধরে ৪৫ বছরের এক ব্যক্তি আটকে ছিলেন ধ্বংসস্তূপের মধ্যে। শেষমেষ সেই দেশের বিপর্যয় মোকাবিলা দল তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম হাকান ইয়াসিনোগ্লু। তিনি এই ক’দিন না পেয়েছেন জল, না কোনও খাবার। কী ভাবে তিনি বেঁচে ছিলেন এটাই যেন বিস্ময়য়। বিরাট ঠান্ডার কারণে আরও প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে উদ্ধারকাজের জন্য। গত কয়েক দিনে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া মানুষদের সংখ্যা হাতেগোনা। বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে।