আলেপ্পো: লাগাতার ভূমিকম্প, মাঝে আবার বন্যা, এখন প্রবল ঠান্ডা। তুরস্ক এবং সিরিয়ায় বর্তমান অবস্থা নিয়ে বলার মতো ভাষা অনেকেই পাবেন না। কিন্তু এতকিছুর মধ্যেও থেমে নেই উদ্ধারকাজ। দিনরাত এক করে কাজ করে চলেছে উদ্ধারকারী দল এবং চেষ্টা করছে যদি আরও জীবিত কাউকে উদ্ধার করা যায়। তুরস্কের মাটি থেকে শেষ কয়েকদিনে কয়েকজনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা গিয়েছে। এবার সিরিয়াতেও তা সম্ভব হল। প্রায় ১২ দিন ধরে ধ্বংসস্তূপে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে।
আরও পড়ুন- জুলি-রোমিওদের হাত ধরে কলকাতার সঙ্গে জুড়ে গেল তুরস্ক
স্থানীয় সূত্রে খবর, ১২ দিন বা প্রায় ২৭৮ ঘণ্টা ধরে ৪৫ বছরের এক ব্যক্তি আটকে ছিলেন ধ্বংসস্তূপের মধ্যে। শেষমেষ সেই দেশের বিপর্যয় মোকাবিলা দল তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম হাকান ইয়াসিনোগ্লু। তিনি এই ক’দিন না পেয়েছেন জল, না কোনও খাবার। কী ভাবে তিনি বেঁচে ছিলেন এটাই যেন বিস্ময়য়। বিরাট ঠান্ডার কারণে আরও প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে উদ্ধারকাজের জন্য। গত কয়েক দিনে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া মানুষদের সংখ্যা হাতেগোনা। বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প তুরস্কে? Is Turkey earthquake deadliest in this century?” width=”560″>
প্রসঙ্গত, তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের কবলে পড়ে এখনও পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা কয়েক হাজার পেরিয়েছে। এছাড়া লক্ষাধিক মানুষ গৃহহীন, বিভিন্ন ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় প্রবল ভূমিকম্প হয়৷ যা দুই দেশের সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলকে নাড়িয়ে দিয়ে যায়। রিখটার স্কেলে পর পর দুটি ম্পনের তীব্রতা ছিল ৭.৮ এবং ৭.৬৷ এর পর কয়েক হাজার আফটার শক হয়েছে৷