সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন সুশান্তের ম্যানেজার দিশা

সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন সুশান্তের ম্যানেজার দিশা

মুম্বই: সপ্তাহ খানেক হয়ে গেল আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।  তবে তার আত্মহত্যার আগে তার ম্যানেজার দিশা আত্মহত্যা করেছিলেন সেই রহস্য এখনো পর্যন্ত সমাধান করতে পারেনি মুম্বাই পুলিশ। কিন্তু সম্প্রতি আত্মহত্যা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। যদিও সেই তথ্য  কতটা সত্য তা এখনো জানা যায়নি।  কিন্তু এই তথ্য নিয়ে সরগরম নেট দুনিয়া।

জানা গিয়েছে,  দিশার সঙ্গে সম্পর্ক ছিল আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির। যার সাথে জিয়া খানের সম্পর্ক ছিল বলে শোনা যায়। এও শোনা যায় যে জিয়া খান আত্মহত্যা করেছিলেন কারণ তিনি সুরজ পাঞ্চোলি সন্তানের মা হতে  চলেছিলেন। এবার দিশার ক্ষেত্রে একই কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে যে সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছিলেন তিনি। আর সেই কারণেই তাকে আত্মহত্যা করতে হয়। এই ঘটনা সামনে আসার পরই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নেটদুনিয়ায়। কারণ জিয়া খানের মৃত্যুর সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কিন্তু এই নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি মুম্বাই পুলিশ। ফলে সত্যাসত্য এখনও যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে আদিত্য পাঞ্চোলি এবং তার পরিবার  দিশার মৃত্যুর জন্য সুরজ কে দায়ী করতে নারাজ তাদের মতে দিশা ও সুরজের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। তারা ভালো বন্ধু ছিল। এদিকে সুশান্তের সঙ্গে আদিত্য পাঞ্চোলির পরিবারের ঘনিষ্ঠতা ছিল বলে আদিত্যর দাবি। আরও শোনা যাচ্ছে যে ড্রাইভ-এ সুশান্তের বদলে সুরজ অভিনয় করুক চেয়েছিলন সালমান খান। কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি। শেষ পর্যন্ত ড্রাইভ-এ অভিনয় করেন সুশান্ত। এখানে আবার ঘুরে ফিরে আসছে স্বজনপোষণ নীতি। সুশান্তের মৃত্যু এবং সুরাজ পাঞ্চোলি একই সূত্রে গাঁথা কিনা তা  জানতে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =