মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা৷ যেখানে বলি দুনিয়ার একাধিক ব্যক্তির বিরুদ্ধে নেপোটিজমের তকমা দিয়েছিলেন তিনি৷ প্রকাশ্যে বলেন, সুশান্ত আত্মহত্যা করেননি বরং তাঁকে খুন করা হয়েছে৷ এবার তিনি আরও জোরের সাথে বললেন, তিনি যদি তাঁর বলা কথা প্রমাণ করতে না পারেন, তাহলে তিনি ‘পদ্মশ্রী’ পুরষ্কার ফিরিয়ে দেবেন৷
কঙ্গনা এক সাক্ষাতকারে বলেন, “মুম্বই পুলিশ আমাকে ডেকেছিল৷ কিন্তু তখন আমি মানালি তে ছিলাম, আমি তাঁদের বলেছিলাম, আমি বয়ান দিতে রাজি, আপনারা চাইলে আমার কাছে আপনাদের কোনও প্রতিনিধিকে পাঠাতে পারেন৷’’ এরপর তিনি জানান, তিনি যা কিছু বলেছেন, সেগুলি যদি তিনি প্রমাণ করতে না পারেন, তাহলে তিনি যে ‘পদ্মশ্রী’ পুরষ্কার ভারত সরকারের কাছ থেকে পেয়েছে, তা তিনি ফিরিয়ে দেবেন৷ তিনি আরও বলেন, “আমি যা কিছু বলেছি তা সব কিছুই জনসাধারণের সামনে বলেছি।’’
কঙ্গনা এরপর নাম নিয়ে বলেন, “এরপর হয়ত বলিউডের অন্যান্য আউট সাইডার’রা যেমন তাপসি পান্নু, স্বরা ভাস্কর, প্রমুখরা জেগে উঠে বলবেন, তাঁরা ইনডাস্ট্রিকে ভালোবাসে, কিন্তু আমি একমাত্র যে সব সময় বলব, আপনারা যদি ইনডাস্ট্রিকে এতটাই ভালোবাসে কিংবা কারণ জোহারকে ভালোবাসেন, তাহলে আপনারা আলিয়া বা অনন্যা’র মত এত কাজ পান না কেন?” , “এদের পুরো অস্তিত্বটাই নেপোটিজম দিয়ে বাঁধা, এরপর আর্টিকেল বেরোবে, আমাকে আবার সবাই পাগল বলবেন, জানি আমি।’’ বলেন কঙ্গনা৷ এই মাসের শুরুতে কঙ্গনা’র পার্সোনাল টিম থেকে বলা হয়, মুম্বই পুলিশ কঙ্গনাকে এখনও ডেকে পাঠায়নি, ২ জুলাই কঙ্গনার টিম একটি ট্যুইট করে জানায়, কঙ্গনা যদিও এখনও কোনও ডাক পাননি পুলিশের কাছ থেকে তবুও যখন দরকার পরবে কঙ্গনা উপস্থিত থাকতে প্রস্তুত৷
কঙ্গনা এই সাক্ষাৎকারের শেষে আরও বলেন, “মহেশ ভাট্ কি করছিলেন সুশান্ত এবং রিয়ার সম্পর্কের মাঝে!” তিনি প্রশ্ন তোলেন, কেন এখনও পর্যন্ত মুম্বই পুলিশ মহেশ ভাটকে ডেকে জিজ্ঞাসাবাদ করল না? একথা সবাই জানতে চায়৷ বুধবার সুব্রহ্মণ্যম স্বামী প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী’র কাছে একটি চিঠি লিখে সুশান্ত এর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেন৷