কলকাতা: বলিউডের পর এবার টলিপাড়ায় করোনার থাবা। কিছুদিন আগেই বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। এবার করোনা কামড় বসিয়েছে অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবারে। তিনি, তাঁর স্ত্রী ও মেয়ে করোনা আক্রান্ত। মেয়ে দেবপ্রিয়া ফেসবুকে এই খবর জানিয়েছেন।
দেবপ্রিয়া লিখেছেন, “মায়ের কিছুদিন আগে জ্বর আসে। ঠিক তার পর পরই বাবার গলা ব্যথা শুরু হয়। আমি ব্যাপারটা আঁচ করেই বিন্দুমাত্র দেরি না করে কোভিড টেস্ট করাই তিনজনের। এবং যথারীতি আমার সন্দেহ ঠিক প্রমাণিত হল। তিনজনেরই রিপোর্ট পসিটিভ এসেছে। আজই। যদিও তিন মাস গৃহবন্দী থেকে এ জিনিস সম্ভব কি প্রকারে হল আমার জানা নেই। বাড়িতে টাকা পয়সার নেহাত বড্ড বেশি টানা টানি পড়ায় বাবাকে শুটিং জয়েন করতে হয়। কিন্তু যতটুকু ইনফর্মেশন আমাদের দেওয়া হয়েছিল, তাতে আমরা জানতাম টলিপাড়া সম্পূর্ণরূপে স্যানিটাইজ আছে। ছিলও হয়তো তাই। হয়তো অন্য কোনওভাবে এসেছে। অনেকে বলছে গোষ্ঠী সংক্রমণ নাকি সবে শুরু হয়েছে। বোধ হয় আমরাই ছিলাম গোষ্ঠী সংক্রমণের প্রথম তিন বলি।”
আপাতত সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর গোটা পরিবার হোম কোয়ারেন্টাইনে রয়েছে। শ্যামপুকুর থানায় খবর দেওয়া হয়েছে। দেবপ্রিয়া জানিয়েছেন, “যে ঘরে আছি সেই ঘরটা থেকে এক পা বাইরে রাখার প্রশ্নই উঠছে না। আমাদের অত্যন্ত পুরোনো আমলের ভাঙাচোরা বাড়ি। তিনজনের জন্য তিনটে আলাদা ঘরের ব্যবস্থা রাখার মতো আর্থিক অবস্থা আমাদের নেই। একটা ঘরেই তিনজনের থাকা। অনির্দিষ্টকালের জন্য। যতদিন না এ ভাইরাস তিনজনের শরীর থেকেই সম্পূর্ণরূপে বিদায় নেয়। তবে বাড়ির অন্যান্য দিকে যারা আছে তাদের থেকে আমাদের পোর্শনটা সম্পূর্ণ সেপারেটেড। তাঁদের সংস্পর্শে গিয়ে তাঁদের বিপদের মুখে ঠেলে দেওয়া থেকেও নিজেদের বিরত রেখেছি। রাখব।”
আপাতত বেশ কয়েকদিন সুরজিতের শুটিংয়ে ফেরার সম্ভাবনা নেই। তাঁর অভিনীত ‘কোড়া পাখি’ ধারাবাহিকে তাঁর চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সুরজিৎ অভিনীত চরিত্রের শুটিং শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু তিনি গত কয়েকদিন শুটিং ফ্লোরে এসেছিলেন, তাই গোটা সেটটা স্যানিটাইজ করে নতুন করে শুটিং হবে।