মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি গ্ল্যামার জগতের দুটি দিক। এখন তো ফিল্মের মতো টেলিভিশনের দুনিয়ার অভিনেত্রীরাও দর্শকের কাছে বিখ্যাত। অনেক টেলিভিশন অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশন থেকে এসেছেন ফিল্ম দুনিয়াতে। নামও করেছেন। তাঁদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হল সুশান্ত সিং রাজপুত। এছাড়া হিনা খান, মৌনী রায়, অঙ্কিতা লোখান্ডের মতো অনেক অভিনেত্রীই টেলিভিশন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন। আর এই সব টেলি আর্টিস্টদের গ্ল্যামারও তুচ্ছ নয়। অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সিনে প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। তাঁদের ফ্যান ফলোয়ার্সও প্রচুর। এমনই একজন হলেন অভিনেত্রী হলেন সুরভি চন্দনা।
'ইশকবাজ', 'কবুল হ্যায়' এর মতো ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট উষ্ণতা ছাড়ালেন সুরভি। লাদাখের চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের জবাবের পর ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। তার মধ্যে ছিল টিকটক। টিকটক নিষিদ্ধ হওয়ার পরে অনেকে ইনস্টাগ্রামে টুকরো টুকরো ভিডিও শেয়ার করতে শুরু করেন। বাদ যাননি সেলেবরাও। অবশ্য ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার আমদানি করে যার নাম 'রিল'। এই ফিচারেই সুরভি সম্প্রতি নতুন একটি ভিডিও আপলোড করেছেন। যা উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়। সাদা হট প্যান্ট আর কাল স্লিভলেস টি-শার্ট পরে ভিডিও শুট করেছেন তিনি। আর তাঁর এক্সপ্রেশন অবাক করেছে ফ্যানেদের।
সুরভি চন্দনা ২০০৯ সালে 'তারক মেহতা কা উলটা চশমা' দিয়ে ডেবিউ করেন। এরপর তিনি 'এক নানাদ কি খুশিও কি চবি… মেরf ভাবি' ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। তবে, ২০১৪ সালে জি টিভির 'কবুল হ্যায়'তে তিনি বধির চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। চরিত্রের জন্য প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি। নকুল মেহতার বিপরীতে 'ইশকবাজ' ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ভারতীয় টেলিভিশনের একাধিক পুরস্কার পান। যার মধ্যে ছিল ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ড, গোল্ড অ্যাওয়ার্ড এবং লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ড। নমিত খান্নার বিপরীতে 'সঞ্জীবনী'-তে ডাঃ ইশানী অরোরা চরিত্রে সুরভির অভিনয় দর্শকদের প্রশংসা পায়। সুরভিকে বিদ্যা বালান অভিনীত 'ববি জাসুস' ছবিতেও দেখা গিয়েছিল।