নয়াদিল্লি: প্রায় ৫ মাস হয়ে গেল দেশের সব সিনেমাহল বন্ধ৷ যার জেরে ছবি রিলিজও গিয়েছে থমকে৷ অনলাইন প্ল্যাটফর্মে কিছু সিনেমা রিলিজ হয়ে বটে৷ কিন্তু তার সংখ্যাও হাতে গোনা৷ করোনা মোকাবিলায় সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মার্চের মাঝামাঝি সময়ে লকডাউনের প্রথম পর্যায় থেকে৷ সিনেমা হলগুলি খোলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে একটি প্রস্তাব পাঠাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷
এখন দেখার বিষয়, আনলক ৩-এ কি ছাড় পাবে সিনেমা হল? তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রস্তাবে, আগস্ট থেকেই সিনেমা হল খোলার বিষয়ে সায় দেওয়া হয়েছে৷ প্রস্তাবটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে গৃহীত হলেই আগামী মাসে খুলে যাবে হলগুলি৷ শুক্রবার এমনই ইঙ্গিত মিলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারের কথায়৷
তবে সিনেমা হল খুললেও মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। তারও খসড়া তৈরি করা হয়েছে৷ সেই নিয়ম অনুযায়ী, টিকিট হবে পেপারলেস, অল্টারনেটিভ রো -তে দর্শককে বসাতে হবে৷ পাশাপাশি, তাঁদের বসার দূরত্ব কম করে ২ মিটার থাকতে হবে৷ নিয়মিত স্যানিটাইজ করতে হবে হলটিকে। অন্যদিকে, সিনেমা হল মালিকদের বক্তব্য, এইসব নিয়ম মেনে হলের ২৫ শতাংশ ভর্তি করে সিনেমা চালানো কার্যত অসম্ভব৷
অন্য দিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। এই পরিস্থিতি সিনেমা হল খোলা হলে যে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ৭০০ বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন।