অবশেষে করোনামুক্ত ঐশ্বর্য-আরাধ্যা, কেমন আছেন অমিতাভ-অভিষেক?

কিছুটা হলেও স্বস্তি বচ্চন পরিবারে। অবশেষে করোনামু্ক্ত ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন। কিছুক্ষণ আগে টুইটারে এই খবর জানিয়েছেন অভিষেক। তবে তাঁর বা অমিতাভ বচ্চনের এখনই ছুটি নেই। হাসপাতালে এখনও চিকিৎসাধীন থাকতে হবে তাঁদের।

 

মুম্বাই: কিছুটা হলেও স্বস্তি বচ্চন পরিবারে। অবশেষে করোনামু্ক্ত ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন। কিছুক্ষণ আগে টুইটারে এই খবর জানিয়েছেন অভিষেক। তবে তাঁর বা অমিতাভ বচ্চনের এখনই ছুটি নেই। হাসপাতালে এখনও চিকিৎসাধীন থাকতে হবে তাঁদের।

আরও পড়ুন: করোনা কেড়েছে কাজ, পেটের দায়ে সবজি বেচছেন অক্ষয় কুমারের সহ-অভিনেতা

গত মাসেই অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। অভিষেকই টুইটারে খবরটি জানান। চিকিৎসার জন্য মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁদের। অমিতাভের শরীরে করোনার মাইল্ড উপসর্গ ছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার দিকে তাকিয়ে ঝুঁকি নেয়নি কেউ। তাঁদের রিপোর্ট পজিটিভ আসার পরই জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনেরও করোনা পরীক্ষা হয়। প্রথম দফায় ব়্যাপিড টেস্টে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তার পরের বারই দ্বিতীয় সোয়াব টেস্টর রিপোর্টে জানা যায় ঐশ্বর্য ও আরাধ্যা, উভয়ের শরীরেই থাবা বসিয়েছে করোনা। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসে। উপসর্গহীন করোনা রোগী হওয়ায় প্রথমে মা ও মেয়য়েকে হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা শুরু হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাঁদেরও পরে নানাবতীতে ভরতি করতে হয়।

আরও পড়ুন: বলিউডের গ্যাং কোণঠাসা করে রেখেছে বলেই কাজ পাচ্ছেন না:  রহমান

এদিন তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। টুইটারে সেই খবর জানিয়ে অভিষেক লিখেছেন, “আপনাদের সবাইকে প্রার্থনা আর শুভকামনার জন্য ধন্যবাদ। সৌভাগ্যবশত ঐশ্বর্য আর আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে আর ওদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওরা বাড়িতেই থাকবে। আমি আর বাবা আপাতত মেডিক্যাল স্টাউদের পর্যবেক্ষণে হাসপাতালেই থাকব।”