একধাপ এগোল সুশান্ত মৃত্যু তদন্ত, পুলিশের কাছে বয়ান রেকর্ড মহেশ ভাটের

কিছুদিন আগেই মহেশ ভাটের পোস্ট করা একটি টুইট নিয়ে নেটিজেন মহলে বিস্তার আলোচনা শুরু হয়েছিল। সেই টুইটে পরিচালক তথা প্রযোজকের লেখা নিয়ে নতুন করে ধন্দ জেগে উঠেছিল বলিউডে। এবার সুশান্ত সিংর রাজপুতের মৃত্যু নিয়ে মহেশ ভাটের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। 

 

মুম্বই: কিছুদিন আগেই মহেশ ভাটের পোস্ট করা একটি টুইট নিয়ে নেটিজেন মহলে বিস্তার আলোচনা শুরু হয়েছিল। সেই টুইটে পরিচালক তথা প্রযোজকের লেখা নিয়ে নতুন করে ধন্দ জেগে উঠেছিল বলিউডে। এবার সুশান্ত সিংর রাজপুতের মৃত্যু নিয়ে মহেশ ভাটের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। 

সোমবার, বেলা সাড়ে এগারোটা নাগাদ মহেশ সান্তাক্রুজ পুলিশ স্টেশনে নিজের বয়ান দেন। মহেশ ভাট এদিন তাঁর সঙ্গে করে নিজের কিছু আইনজীবীদের নিয়ে এসেছিলেন। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখ মহেশ ভাটের বয়ান রেকর্ড করেন। সূত্র মারফত জানা গিয়েছে বয়ানে মহেশ ভাট জানিয়েছেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মহেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। সুশান্ত তাঁর সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেছিলেন। জানা গিয়েছে এ প্রসঙ্গে, মহেশ বয়ানে বলেন, ‘সড়ক ২’ ছবিতে সুশান্তকে মুখ্য চরিত্রে ভাবার কোনও কথাই হয়নি তাঁর সঙ্গে। কিন্তু যেহেতু সুশান্ত তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, তাই মহেশ সুশান্তকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি এই ছবিতে যে কোনও চরিত্রে অভিনয় করতে চান কিনা। তাতে সুশান্ত রাজি হয়েছিলেন বলে বয়ানে জানান পরিচালক মহেশ ভাট। তিনি আরও জানান, মৃত্যুর আগে পর্যন্ত সুশান্তের সঙ্গে তাঁর দুবার দেখা হয়েছিল। কিন্তু ছবি নিয়ে সুশান্তের সঙ্গে কোনও কথাই হয়নি তাঁর। 

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর তদন্তে করণ জোহরের ম্যানেজারকে তলব, ডাক পাবেন মহেশ ভাটও 

সোমবার, সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে মুম্বই পুলিশ। সেই রিপোর্টে সুশান্তের মৃত্যুতে ষড়যন্ত্রের কোনও চিহ্ন খুঁজে পায়নি পুলিশ। এদিকে, অভিনেতা সুশান্তের মৃত্যু রহস্যে সিবিআই তদন্তের জন্য দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। এই প্রসঙ্গে জন আন্দোলনের দাবিতে সরব হওয়া আইনজীবী ইশকরন সিং ভান্ডারি, মুম্বই পুলিশকে সুশান্তের আবাসনের আশপাশের মোবাইল টাওয়ার খতিয়ে দেখে সুশান্তের মৃত্যুর দুদিন আগের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করার কথা একটি চিঠি লিখে জানিয়েছিলেন। এই বক্তব্যকে মাথায় রেখে পরিচালক করণ জোহারের বয়ানও রেকর্ড করতে পারে মুম্বই পুলিশ।

১৪ জুন সকালে মুম্বাইয়ে নিজের বাড়ি থেকেই সুশান্তের মৃত দেহ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসাবে পুলিশ জানিয়েছিল, হতাশার কারণেই সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল আলোচনা শুরু করেন নেটিজেনরা। বলিউডের একাধিক তারকা নেপোটিজম নিয়ে তাঁদের বক্তব্য শেয়ার করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রাহ্মণ্যম স্বামী সিবিআই তদন্তের দাবিতে আইনজীবী নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীকে তা চিঠি লিখে জানান, সে চিঠির উত্তরও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =