মুম্বই: বলিউডে ২০২০ যেন সত্যি এক খারাপ বছর! ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুত একের পর দুঃসংবাদ বলিউডে। এবার প্রয়াত হলেন বলিউডের খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। সোমবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৮৬ সাল থেকে বলিউডের সঙ্গে জড়িত পারভেজ। ‘রা ওয়ান’, ‘বাদলাপুর’, ‘আন্ধাধুন’, ‘খিলাড়ি’, ‘বাজিগর’, ‘সোলজার’ এর মত অজস্র ছবিতে তিনি অ্যাকশন সিকোয়েন্স পরিচালনা করেছেন। পারভেজের সহকারী পরিচালক নিশান্ত কান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পারভেজের আগে থেকে কোনও অসুখ ছিল না। সোমবার রাতে হঠাৎ করেই তিনি বুকে ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসাবে হার্ট অ্যাটাককেই দায়ি করেছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: কোভিড-১৯ এর বাস্তব কাহিনি নিয়ে ছবি করবেন বলিউডের পাঁচ পরিচালক
হংসল মেহেতার সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ডজয়ী ছবি ‘শাহিদ’ এও পারভেজ কাজ করেছিলেন। এদিন পারভেজের মৃত্যুর খবরে মর্মাহত হংসল মেহেতা টুইট করে লেখেন, “কিছু সময় আগেই ওঁর মৃত্যুর খবর পেয়েছি। ওঁর সাথে ‘শাহিদ’ এ কাজ করেছিলাম। যথেষ্ট দক্ষতার সাথে ছবির রাওট এর দৃশ্য ও করেছিল। এক শটেই সেটা শুট করতে পেরেছিলাম। আজও ওঁর কথা গুলো কানে বাজে। যেখানেই থেকো শান্তিতে থেকো।”