রিয়ার বিরুদ্ধে FIR, আগাম জামিনের আবেদন করতে পারেন সুশান্তের বান্ধবী

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন অভিনেতার বাবা। রিয়া ছাড়া আরও ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার পাশাপাশি রিয়ার বিরুদ্ধে অভিযোগ, সুশান্তকে ঠকিয়ে ১৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। তারপরই শোনা গেল, এই মামলায় আগাম জামিনের জন্য নাকি আবেদন করতে পারেন রিয়া।

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন অভিনেতার বাবা। রিয়া ছাড়া আরও ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার পাশাপাশি রিয়ার বিরুদ্ধে অভিযোগ, সুশান্তকে ঠকিয়ে ১৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। তারপরই শোনা গেল, এই মামলায় আগাম জামিনের জন্য নাকি আবেদন করতে পারেন রিয়া।

ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পৌঁছেছে বিহার পুলিশ। পুলিশ সূত্রে খবর তদন্তে অসহযোগিতা করলে রিয়াকে আটকও করা হতে পারে। আইনত সেই রাস্তাও খোলা রাখছে তারা। তাই আগুপিছু বিবেচনা করে মঙ্গলবারই নিজের আইনজীবী সতীশ মনশিণ্ডের সঙ্গে কথা বলেন রিয়া। তাঁর পরামর্শও নেন। জানা গিয়েছে এই মামলায় রিয়া অন্তর্বর্তী জামিনের আবেদনও করতে পারেন। তাই কাগজপত্রে সইসাবুদ করে রেখেছেন তিনি। বুধবার সকালে এক জুনিয়র আইনজীবীকে তাঁর বাড়ির সামনে দেখা যায়। এও জানা গিয়েছে বিহার পুলিশ জিজ্ঞাসাবদের জন্য রিয়ার বাড়িতেও যায়। কিন্তু তিনি সেখানে ছিলেন না। তাঁকে ফোনেও যোগাযোগ করার চেষ্টা হয়। কিন্তু তাও ব্যর্থ হয়। রিয়াকে এবার নোটিশ পাঠাতে পারে বিহার পুলিশ।

আরও পড়ুন: প্রেমে ফাঁসিয়ে অর্থ লুট, আত্মহত্যায় প্ররোচনা! রিয়ার বিরুদ্ধে FIR সুশান্তের বাবার

মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। রিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন তিনি। মামলাটি নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাটনা পুলিশের একটি চার সদস্যের দল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দলে দু'জন পরিদর্শক এবং দু'জন উপ-পরিদর্শক রয়েছেন। পাটনার (মধ্য অঞ্চল) আইজি সঞ্জয় সিংহ বলেছেন, “সুশান্ত সিং রাজপুতের বাবার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রমাণ করে দিয়েছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। কিন্তু তাঁর মৃত্যুর দেড় মাস পরেও তিনি কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =