প্রিয়াঙ্কার পর বিরুষ্কা, অসম ও বিহারের বন্যাত্রাণে এগিয়ে এলেন সেলেব দম্পতি

নয়াদিল্লি: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা সব সময়েই মানবিক পরিচয় দিয়ে থাকেন। এই দুজন জনসাধারণের মুখ হিসাবে, জনগণের স্বার্থে আগেও বহুবার প্রতিকূলতায় ঝাঁপিয়ে পরেছেন। এবার বিহার ও আসামের বন্যা ত্রানে এগিয়ে এলেন স্বামী ও স্ত্রী দুজনেই।

নয়াদিল্লি: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা সব সময়েই মানবিক পরিচয় দিয়ে থাকেন। এই দুজন জনসাধারণের মুখ হিসাবে, জনগণের স্বার্থে আগেও বহুবার প্রতিকূলতায় ঝাঁপিয়ে পরেছেন। এবার বিহার ও আসামের বন্যা ত্রানে এগিয়ে এলেন স্বামী ও স্ত্রী দুজনেই।

দেশজুড়ে করোনা পরিস্থিতিতে এমনিতেই অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিল অন্য রাজ্যের মতো বিহার এবং অসমও। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতে এই দুই রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেসে গিয়েছে একাধিক বাড়িঘর, দোকান বাজার। দুই রাজ্যের অর্থনীতির এখন ভয়ঙ্কর দশা। একাধিক ত্রাণ শিবিরের কারণে টান পড়েছে কোষাগারে। এরকম দুর্দিনে পাশে দাঁড়ালেন অভিনেত্রী তথা প্রযোজক অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই দুজন, স্বামী স্ত্রী'কে তাঁদের ভক্তরা একত্রে বিরুষ্কা হিসাবেই পরিচিতি দেন। এঁরা দুজনেই ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে জানালেন বিহার ও অসমের ত্রাণে তাঁরা অর্থ দান করেছেন।

তাঁরা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “আমাদের দেশ ভয়াবহ মহামারীর শিকার, এই অবস্থায় বিহার ও আসাম এর বন্যায় জীবন ও জীবিকা দুইই বিপর্যস্ত। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। আমরা দুজনে এই দুই রাজ্যের তিনটি ত্রাণ শিবিরকে সাহায্য করেছি। যারা এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করছেন।” এরপর বিরুষ্কা তাঁদের ফলোয়ার দের উদ্দেশ্য করে লিখেছেন, “আপনারা যদি পারেন আপনাদের সাধ্য মত এই ত্রাণ শিবিরগুলিকে সাহায্য করতে পারেন। যাতে এই ভয়াবহতা থেকে দুই রাজ্যকে বাঁচানো যায়।” পেশাগত দিকে দুজনেই অনবদ্য সেকথা প্রমাণ করার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি মানবিকতার দিক দিয়েও যে বিরাট এবং অনুষ্কা দুজনেই অগ্রণি ভূমিকা পালন করেন সেটাও বার বার প্রমাণিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 17 =