নয়াদিল্লি: চলতি মাসের শুরুর দিকে 'দাবাং' এর ভিলেন সোনু সুদ চাকরির একটি পোর্টাল খুলেছিলেন পরিযায়ী শ্রমিকদের জন্য। বৃহস্পতিবার, ৩০ জুলাই জন্মদিনের দিন সোনু তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘোষণা করলেন, ওই পোর্টালে পরিযায়ী শ্রমিকদের জন্য ৩ লাখ চাকরির ব্যবস্থা করছেন তিনি।
সোনু তাঁর ইনস্টাগ্রাম পোস্টে চাকরির আবেদন ফর্মের ছবিও যোগ করেছেন, তিনি উল্লেখ করেছেন এই চাকরিতে শ্রমিকরা পিএফ এবং ইএসআইয়ের সুবিধাও পাবেন। ইতিমধ্যেই সোনু সুদকে বিহারের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে। কয়েকদিন আগেই 'মাঝি দ্য মাউন্টেন ম্যান' ছবি যাঁর জীবন থেকে অনুপ্রাণিত সেই দশরথ মাঝির পরিবারকেও সাহায্য করতে এগিয়েছিলেন সোনু। এবার জন্মদিনে এমন ঘোষণা তাঁর মানবিক স্বত্বাকে প্রমাণ করে।
এই কাজে তিনি এইপিসি, সিটি, ট্রিডেন্ট, কোয়েসক্রোপ, আমাজন, সোডেক্স, আর্বান কো, পোর্টেয়া, ইত্যাদি সংস্থাকে পাশে পেয়েছেন। তাই পোস্টে সোনু তাঁর এই সমস্ত পার্টনারদের ধন্যবাদ জানিয়েছেন। আ্গেও সোনু এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের 'মাসিহা' হিসাবে এগিয়ে এসেছিলেন, লকডাউনের শুরুতে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকরা হেঁটে ফিরছিলেন, তখন তাদের অনেককেই নিজেদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করেছিলেন সোনু। এই লকডাউন পরিস্থিতিতে সোনু পরিযায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদেরও আর্থিক সাহায্য করেছেন। অভিনেতার এই মানবিক কাজকে স্বাগত।