মুম্বই: সুশান্ত সিং রাজপুত অভিনীত তাঁর শেষ ছবি 'দিল বেচারা' আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল। ছবির ট্রেলার মুক্তির দিন থেকেই দর্শকের তুমুল সাড়া পেয়েছিল এই ছবি। আইএমডিবি'র ভারতীয় ছবির তালিকায় শীর্ষে থাকা এই ছবি গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিয়ন ভিউ পেল।
ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মুক্তি পাওয়া শেষ ছবি ‘দিল বেচারা’ তাঁর অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে দর্শক আরও একবার, শেষ বারের জন্য সুশান্তের অনবদ্য অভিনয়ের সাক্ষী থেকেছেন। এই ছবি দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের মনোভাব পেশ করেছেন। দর্শক সুশান্তকে দেখে নিজের আবেগকে ধরে রাখতে পারেনি, কেঁদে ফেলেছেন অনেকেই। সুশান্তের মতো অভিনেতাকে হারিয়ে বলিউড সত্যিই বড় ধাক্কা পেয়েছেন। একথা অনেকেই স্বীকার করেছেন।
দর্শক মনোনীত এই ছবি আইএমডিবিতে ১০ এর মধ্যে ৯.৮ রেটিং পেয়েছে। ছবিটিকে ইতিমধ্যেই 'ব্লকবাস্টার' হিসাবে চিহ্নিত করা হয়েছে। ছবিটির ট্রেলার রিলিজের প্রথম ২৪ ঘণ্টায় ৪.৮ মিলিয়ন লাইক পেয়েছিল ইউটিউবে। ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি যদি সিনেমা হলে মুক্তি পেত তাহলে এ যাবৎকাল মুক্তি পাওয়া সব ছবিকে বক্স অফিসে পিছনে ফেলে দিতে পারত। ছবির মোট বাজেটের পাশাপাশি প্রিন্ট এবং বিজ্ঞাপন খরচ হিসাবে ৪০ কোটি টাকা এবং মুক্তির জন্য ১৬০ কোটি টাকা খরচ হয়েছে।
যদি হলে মুক্তি পেত তাহলে সমীক্ষায় দেখা যাচ্ছে এই ছবি প্রথম দিনে ২ হাজার কোটি টাকা ব্যবসা করতে পারত। অঙ্কের দিক দিয়ে বিচার করলে, ভারতে গড় টিকিট মূল্য ২০০ টাকা। সেই হিসাবে দেখলে যতজন দেখেছেন এই ছবি সেই বিচারে হলে মুক্তি পেলে এই ছবি প্রথম দিনেই ১৯০০ কোটি টাকা আয় করতে পারত। কিন্তু করোনা পরিস্থিতিতে এই ছবিকে ২৪ জুলাই ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। যদিও এই সাফল্য নবাগতা অভিনেত্রী সঞ্জন সাংঘি এবং নতুন পরিচালক মুকেশ ছাবড়ার জন্য একটা মাইলস্টোন হয়ে রইল। ছবিটি জন গ্রিনের লেখা 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' নামক একটি উপন্যাস থেকে অনুপ্রাণিত। ডিজনি প্লাস হটস্টারে এই ছবি বিনামূল্যে দেখা যাচ্ছে।