নয়াদিল্লি: ফেসবুকের মত সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কাছে এই অ্যাপকে আরও বেশি উপভোগ্য ও ব্যবহারযোগ্য করে তুলতে একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছে ফেসবুক। এবার সেই তালিকায় যুক্ত হল মিউজিক ভিডিও। ফেসবুকের ওয়াচ প্ল্যাটফর্মের জন্য শনিবার এই নতুন অফিসিয়াল সেকশনের কথা ঘোষণা করল ফেসবুক। ভারতেও উবলব্ধ হবে ফেসবুকের এই নতুন পরিষেবা। নতুন এই বিভাগটি শুধুমাত্র মিউজিক ভিডিওর জন্যই হবে এবং ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এযাবৎ গুগলের মালিকানাধীন ইউটিউবের একচেটিয়া আধিপত্যের সঙ্গে জোরদার টক্কর নেবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক মিউজিক কম্পানিগুলির সঙ্গে সত্ত্ব সংক্রান্ত চুক্তি রয়েছে ফেসবুকের। সেই সুবিধাকে কাজে লাগিয়েই এই পদক্ষেপ নিল ফেসবুক।
ফেসবুক ইন্ডিয়ার পরিচালক ও অংশীদারিত্বের প্রধান মনীষ চোপড়া জানিয়েছেন “আমাদের গ্রাহকদের জন্য মিউজিক ভিডিওর অভিজ্ঞতা মিউজিক ভিডিও শিল্পকে প্রতিষ্ঠিত করতে আমরা ভারতীয় সঙ্গীত শিল্পের অংশীদারদের সঙ্গে কাজ করে আসছি। ফেসবুকের গ্রাহকদের আরও উন্নত মানের সামাজিক সংযোগ স্থাপনের অভিজ্ঞতা দিতে সমস্ত সুবিধাজনক দিকগুলির খোঁজ চালিয়ে যাব এবং সেখানে ফেসবুকের মাধ্যমে সংযোগ স্থাপনের জন্য অন্যান্য বিষয়ের মতো মিউজিকও শেয়ার করা যাবে।”
এই নতুন ফিচার ভারত ছাড়াও থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ হবে। ফেসবুকের মিউজিক ভিডিও বিভাগে ভারতের টি-সিরিজ, জি মিউজিক কম্পানি ও যশ রাজ ফিল্মসের মিউজিক ভিডিওর পাশাপাশি আন্তর্জাতিক স্তরের এলটন জন, জোনাস ব্রাদার্স, জোশ গ্রোবান, কিথ আরবান সহ আরও বহু শিল্পীর মিউজিক ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। মিউজিক ভিডিওর জন্য আমেরিকার সনি মিউজিক, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, ওয়ার্নার মিউজিক গ্রুপ, বিএমজি এবং আরও অনেকের সাথে যুক্ত রয়েছে ফেসবুক, যারা তাদের গান এবং ভিডিওগুলির লাইব্রেরি আরও বাড়াবে।
নতুন এই প্ল্যাটফর্মে মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশনগুলির মতো, শীর্ষস্থানীয় শিল্পীদের লোকেশন এবং আরও অনেক কিছুর জন্য থিম অনুসারে প্লেলিস্ট থাকবে। গানের ভিডিওগুলি নিউজ ফিডেও প্রদর্শিত হবে। ব্যবহারকারীরা শিল্পীর ডেডিকেটেড মিউজিক পেজ গুলির পরিবর্তে সরাসরি তাদের মিউজিক ভিডিও পেজ থেকে শিল্পীদের অনুসরণ করতে পারবে। ভিডিওগুলি ফেসবুক গ্রুপ এবং ম্যাসেঞ্জারেও শেয়ার করা যাবে।
দেশে ফেসবুকের ওয়াচ প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্যই এই পদক্ষেপটি প্রচেষ্টার একটি অংশ। ফেসবুকের এই লাইসেন্স টিকটকের মতো অ্যাপ রেসো তৈরি করতেও সহায়তা করবে যা এখন ইনস্টাগ্রাম উপলব্ধ।