সুশান্ত মৃত্যু মামলায় CBI তদন্তের সুপারিশ গ্রহণ, সুপ্রিম দাবি কেন্দ্রের

সুশান্ত মৃত্যু মামলায় CBI তদন্তের সুপারিশ গ্রহণ, সুপ্রিম দাবি কেন্দ্রের

 

মুম্বই: দিনের পর দিন আরও জটিল হচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা৷ অদীর্ঘ দিন ধরে সুশান্তের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল৷ এমনকি বহু বলি-তারকাও এই দাবি করেছিলেন৷ অবশেষে সুপ্রিম কোর্টের সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র৷

 

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উন্মোচনে বিহার সরকারের সিবিআই তদন্তের সুপারিশ কেন্দ্র গ্রহণ করেছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ বুধবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন,  বিহার সরকারের সিবিআই তদন্তের সুপারিশ গ্রহণ করা হয়েছে৷ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷ অন্যদিকে, কেন বিহার পুলিশ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করছে, তা নিয়ে সরব হয়েছে মুম্বই পুলিশ৷ গোটা মামলাটি মুম্বই পুলিশের হাতে ছেড়ে দেওয়ারও দাবি জানানো হয়৷ পরিস্থিতি গুরুত্ব জানতে বিহার ও মুম্বই পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে দেশের শীর্ষ আদালত৷

সুশান্তের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি একটি ট্যুইট করেছেন৷ তিনি এর আগেও বলেছিলেন, সুশান্তের মতো একজন মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারেন না৷ সুশান্ত যে মানসিক অসুস্থতার শিকার ছিলেন এ কথা বিশ্বাস করতে অস্বীকার করেন অঙ্কিতা৷ সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কৃতিও ট্যুইটে ন্যায় বিচার চেয়েছেন৷

আজ মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে কোনও প্রকার সুরক্ষা দেওয়া হবে না৷ আদালত মহারাষ্ট্র সরকারেরও সমালোচনা করেছে৷ কিছুদিন আগে বিহার পুলিশের একটি দল মুম্বই পৌঁছালে ওই দলের প্রধান বিনয় তিওয়ারিকে কার্যত জোর করে কোয়ারেন্টিনে পাঠিয়েছিল মুম্বই পুলিশ৷ আদালত এই মামলায় আগামী সপ্তাহে শুনানি হবে৷ সুশান্তের অ্যাকাউন্টে মোট ১৮ কোটি টাকা থেকে কীভাবে ৪ কোটি টাকায় মেনে এল, তাও নজরে রয়েছে৷ এই টাকা রিয়া নিজের অ্যাকাউন্টে হস্তান্তর করেছে বলে অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা কেকে সিং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 13 =