মুম্বই: বুধবার, ৫ আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য প্রথম ইট স্থাপন করেন। ভূমি পূজনের আগে মন্দির ট্রাস্ট সমাজের সমস্ত মানুষের কাছে অনুদানের জন্য আবেদন করেছিল। যাতে পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ শেষ করা যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়, বলিউড সুপারস্টার শাহরুখ খান নাকি রাম মন্দিরের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দেবেন। সত্যিই কি তাই?
একাধিক ফেসবুক ব্যবহারকারী শাহরুখ এবং মন্দির পরিকল্পনার একটি গ্রাফিক কোলাজ পোস্ট করেন। এতে লেখা ছিল যে, “শাহরুখ খান রাম মন্দির তৈরির জন্য রাম মন্দির ট্রাস্টকে ৫ কোটি টাকা দান করতে চলেছেন।” গ্রাফিক্সে একটি সংবাদমাধ্যমের একটি কাল্পনিক স্ক্রিনশট দেওয়া হয়। সেখানে লেখা হয় রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। এখানে যে তথ্য লেখা রয়েছে তার অনুবাদ করলে দাঁড়ায়, “শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একজন সিনিয়র ম্যানেজার বলেছেন যে রাম মন্দির ট্রাস্টের জন্য শাহরুখ খান পাঁচ কোটি টাকা অনুদানের নির্দেশ দিয়েছেন।” প্রতিবেদনে উল্লিখিত লেখকের নাম হল রবি শ্রীবাস্তব।
আরও পড়ুন: নিউমোনিয়া-অ্যালার্জির ওষুধেই সারবে করোনা! দিশা দেখাচ্ছেন বাঙালি কন্যা
কিন্তু এই দাবিটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টও এটিকে ভুয়া খবর বলেছে। দৈনিক ভাস্করের তরফে ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে রাম মন্দিরের ট্রাস্টে শাহরুখ খানের প্রস্তাবিত অনুদান সম্পর্কে তারা কোনও সংবাদ পায়নি। মন্দির নির্মাণের জন্য শাহরুখের অনুদান সম্পর্কিত দৈনিক ভাস্করয়ে প্রকাশিত কোনও সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: রিয়াকে জড়িয়ে বাঙালি মেয়েদের অপমান, নুসরতের পর ফেটে পড়লেন স্বস্তিকা
প্রসঙ্গত শাহরুখ খানের হাতে এখন তেমন কোনও ছবি নেই। তবে রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে তাঁকে। আগস্ট মাসে রাজকুমার হিরানির ছবি শুট করতে কানাডায় যাওয়ার কথা ছিল কিং খানের। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা এখন সম্ভব হয়ে উঠছে না। তাই পরিচালক রাজকুমার শুটিংয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন। ফলে, তার আগেই সিদ্ধার্থ আনন্দের ছবিতে দর্শকদের দর্শন দেবেন শাহরুখ। লকডাউনে গৃহবন্দি অবস্থায় অনেকগুলি স্ক্রিপ্ট পড়েছিলেন বলে জানিয়েছিলেন শাহরুখ। তার মধ্যে থেকে সিদ্ধান্তের ছবিকেই বেছে নিয়েছেন তিনি।