‘সাবধান হও’, নাম না করে কাকে হুঁশিয়ারি দিলেন সুশান্তের দিদি?

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট ক্রমশ ঘনীভূত হচ্ছে। শুক্রবার অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপরই সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি পোস্ট করেন, “সাবধান হন। কারণ আপনি জানেন না যে আধ্যাত্মিক জগতে কে তাঁদের রক্ষা করছে।” এই পোস্টের সঙ্গে ভগবান শিবের একটি ছবি পোস্ট করেছেন কীর্তি। 

09e429a05f2686d24c6900a1d6903dd0

 

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট ক্রমশ ঘনীভূত হচ্ছে। শুক্রবার অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপরই সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি পোস্ট করেন, “সাবধান হন। কারণ আপনি জানেন না যে আধ্যাত্মিক জগতে কে তাঁদের রক্ষা করছে।” এই পোস্টের সঙ্গে ভগবান শিবের একটি ছবি পোস্ট করেছেন কীর্তি। 

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। রিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন তিনি। রিয়া চক্রবর্তী ও আরও ৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। রিয়া সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি লিখিয়ে নেওয়া সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি বিহার থেকে মুম্বই সরিয়ে আনার আবেদন করেন রিয়া। কিন্তু আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়।

1738bc313dc24de92f787c7db8f7dc8b
সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি

বর্তমানে সুশান্তের মৃত্যু মামলাটি গিয়েছে সিবিআইয়ের হাতে। বুধবারই অভিনেতার মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। যদিও এই নিয়ে বিহার সরকারের তরফে তার আগের দিনই কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। এদিকে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী প্রথম থেকেই বলে আসছিলেন দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে তাঁর। তিনি ন্যায়বিচার পাবেন। কিন্তু মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর সবচেয়ে বেশি ফাঁপড়ে বোধহয় তিনিই পড়েছেন। কারণ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। শুক্রবার ইডির তরফেও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *