মুম্বই: করোনা পরিস্থিতির শুরু থেকেই নিজের অফিসটি কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিয়েছিলেন শাহরুখ খান। এবার এটিকে আইসিইউতে পরিণত করলেন তিনি। করোনা রোগীদের এবার এখানে রেখেই চিকিৎসা চলবে।
করোনা পরিস্থিতির শুরুর প্রথম থেকেই একের পর এক সাহায্য করে চলেছেন শাহরুখ খান। পিপিই কিট দেওয়া থেকে ভেন্টিলেশনের ব্যবস্থা করা, অনেক কিছুই করেছেন তিনি। এমনকী তাঁর অফিসটিও কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দান করেছিলেন। প্রথমদিকে অফিসটি পড়ে থাকলেও পরে তা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার হতে শুরু হয়। উপসর্গহীন করোনা রোগীদের সেখানে রাখার সিদ্ধান্ত নেয় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার সেই অফিসেই শুরু হল আইসিইউ পরিষেবা। ১৫ শয্যার মেক-শিফড আইসিইউ হাসপাতাল তৈরি হয়েছে শাহরুখ খানের খারের অফিস। সেখানে থাকছে লিক্যুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, ভেন্টিলেটর ও হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন। মোটামুটি সব রকম ব্যবস্থাই থাকছে এই অফিস কাম আইসিইউয়ে। ২৪ ঘণ্টাই এখানে থাকবেন রেসিডেনশিয়াল চিকিৎসকরা। সপ্তাহে ৭ দিনই থাকবে এই বন্দোবস্ত। এছাড়া নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফেদেরও থাকার বন্দোবস্ত রয়েছে এখানে। অফিসের প্রথম তলায় সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা সহ ৬ টি শয্যার থাকবে। দ্বিতীয় তলায় থাকবে ৯ টি শয্যা।
আরও পড়ুন: বয়ান রেকর্ডের দিন পিছনোর অনুরোধ রিয়ার, আবেদন খারিজ করল ইডি
২৪ এপ্রিল শাহরুখ খান ও গৌরী খান তাঁদের খারের অফিসটি কোয়ারেন্টাইন সেন্টারের জন্য বৃহন্মুম্বই পুরসভার হাতে তুলে দেন। মে মাস থকে সেখানে রোগীরা থাকতে শুরু করে। বর্তমানে ৬৬ জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। ৫৪ জন ইতিমধ্যেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ১২ জন উপসর্গহীন রোগীর কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসা চলছিল। অফিস আইসিউই হওয়ার জন্য তাঁদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। গত ১৪ জুলাই থেকে শাহরুখ খানের অফিসকে আইসিইউ হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। করোনা পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে। এমন অবস্থায় শাহরুখের অফিসটি মেক-শিফড আইসিইউ হাসপাতাল হিসেবে চালু হওয়ায় রোগীদের চিকিৎসায় নতুন এক দ্বার উদঘাটন হল।