গ্যাংস্টার বিকাশ দুবের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি, পরিচালনায় হংসল মেহেতা

কানপুর: গত মাসের গোড়ার দিকের কথা বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে সরগরম ছিল দেশের রাজনীতি। সেই গ্যাংস্টার বিকাশ দুবের জীবন কাহিনি এবার উঠে আসছে রূপোলি পর্দায়। ছবিটি পরিচালনা করবেন হংসল মেহেতা।

কানপুর: গত মাসের গোড়ার দিকের কথা বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে সরগরম ছিল দেশের রাজনীতি। সেই গ্যাংস্টার বিকাশ দুবের জীবন কাহিনি এবার উঠে আসছে রূপোলি পর্দায়। ছবিটি পরিচালনা করবেন হংসল মেহেতা।

এখনও পর্যন্ত যেটুক খবর পাওয়া গেছে তাতে ছবিটি প্রযোজনা করতে চলেছেন শৈলেশ আর সিং। এও শোনা গিয়েছে বিকাশ চরিত্রের জন্য মনোজ বাজপেয়ীকে নাকি ইতিমধ্যেই অফার করা হয়েছিল। কিন্তু অভিনেতা অফার ফিরিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্যাংস্টার বিকাশের চরিত্রে তিনি অভিনয় করবেন না। তাই চরিত্রাভিনেতা নিয়ে এখনও জল্পনা চলছে। তবে ছবিটি যে তৈরি হবে, তা একপ্রকার নিশ্চিত। আর সেটি পরিচালনা করবেন হংসল মেহেতা।

আরও পড়ুন: 

গতমাসে গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু হয়। এনকাউন্টারের পরে অনেকেই উত্তরপ্রদেশ পুলিশের প্রচুর প্রশংসা করে। আবার অনেকে এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে পান। কেউ কেউ বলেন বিকাশ দুবে বেঁচে থাকলে রাজনীতির অনেক কালো অধ্যায় প্রকাশ্যে আসতে পারত। তাই রাজনৈতিক নেতা মন্ত্রীদের চাপে উত্তরপ্রদেশ পুলিশ এনকাউন্টার করেছে। কিন্তু কানপুর পুলিশের তরফে জানানো হয় বিকাশকে নিয়ে যখন মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে যাওয়া হচ্ছিল, তখন রাস্তায় পুলিশের গাড়ি কোন কারণে উল্টে যায়। তখনই বিকাশ এক কনস্টেবলের থেকে পিস্তল ছিনিয়ে নেয়। তাকে বারবার সারেন্ডার করতে বললেও সে করেনি। উল্টে পাল্টা গুলি চালায় সে। জবাব দেয় পুলিশও। তখন পুলিশের গুলিতে মৃত্যু হয় বিকাশ দুবের। তাকে কানপুর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *