অনামিকায় শোভা পাচ্ছে হীরের আংটি, চুপিসারে বাগদান সেরে ফেললেন মৌনী?

মুম্বই: সংবাদমাধ্যমের লাইমলাইটে কী করে থাকতে হয়, তা খুব ভালোমতোই জানেন বঙ্গকন্যা মৌনী রায়। কোচবিহারের মেয়ে হয়ে আজ বলিউডে পায়ের তলায় জমি শক্ত করে নিয়েছেন তিনি। আর এবার সম্ভবত তিনিই বিয়েটাও সেরে ফেলেছেন চুপিসারে। কারণ তাঁর অনামিকায় শোভা পাচ্ছে একটি হীরের আংটি।

মুম্বই: সংবাদমাধ্যমের লাইমলাইটে কী করে থাকতে হয়, তা খুব ভালোমতোই জানেন বঙ্গকন্যা মৌনী রায়। কোচবিহারের মেয়ে হয়ে আজ বলিউডে পায়ের তলায় জমি শক্ত করে নিয়েছেন তিনি। আর এবার সম্ভবত তিনিই বিয়েটাও সেরে ফেলেছেন চুপিসারে। কারণ তাঁর অনামিকায় শোভা পাচ্ছে একটি হীরের আংটি।

লকডাউনে শুরু থেকেই দুবাইয়ে আটকে ছিলেন মৌনী রায়। সেখান থেকেই করোনা সচেতনতায় অন্যদের জন্য বার্তা দিয়েছে নিয়ম করে। লকডাউনের জন্য ফিরতে না পারায় মন খারাপের কথা বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন মৌনী। বলেছেন কোচবিহারে নিজের বাড়িতে যেতে না পারার জন্য মন খারাপ তাঁর। লকডাউনে দুবাইয়ে আটকে পড়লেও তাঁর বা মন পড়ে রয়েছে কোচবিহারের বাড়িতে। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব ছিলেন মৌনী। তারপর তিনি দেশে ফেরেন। আর এখন একটি ছবির শুটিংয়ের কারণে লন্ডনে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকে এক বন্ধুর জন্য সম্প্রতি একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে মৌনীর অনামিকা জ্বলজ্বল করছে একটি হীরের আংটি।

তবে কি চুপিসারে বিয়ে করলেন মৌনী? অনুরাগী মহলে আপাতত সেই নিয়েই ঘনাচ্ছে জল্পনা। মোহিত রায়নার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে মৌনী আর কারোর সঙ্গে সম্পর্ক রয়েছেন কিনা, তা জানা যায়নি। তবে বলিউডে কোন অভিনেতা বা অভিনেত্রীর 'স্পেশ্যাল ফ্রেন্ড' থাকবে না, তা কি হয়? শোনা যাচ্ছিল 'ব্রহ্মাস্ত্র' ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি ডেট করছেন মৌনী। তাঁদের নাকি অনেক জায়গায় একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন অয়ন তাঁর বন্ধু। তার বেশি কিছু নয়। তবে বলিউডে 'গুড ফ্রেন্ডস' মানে যে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। দেখা গিয়েছে সেই 'গুড ফ্রেন্ডস' এর সঙ্গেই সম্পর্কের খবর প্রকাশ্যের আসে অভিনেতা-অভিনেত্রীদের। এ ক্ষেত্রেও তাই কিনা তা বলা মুশকিল। তবে মৌনীর অনামিকায় আংটিটি তাঁর বাগদানের প্রমাণ কিনা তা কিন্তু এখনও ধোঁয়াশা। তাহলে কি বিয়েটা সেরেই ফেলেছেন মৌনী? উত্তর দেবে সময়।

আরও পড়ুন: ফের দ্বন্দ্ব বলিউডে, টিম কঙ্গনা বয়কটকে সমর্থন কুবরা সইতের

মৌনীর এখনও পর্যন্ত শেষ ছবি 'ব্রহ্মাস্ত্র'। ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। মৌনী ছাড়াও ছবিতে দেখা দেখা যাবে অভিনেতা অমিতাভ বচ্চন, নাগার্জুন, রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। এর আগে রিলিজ ডেট ঘোষণা হলও নানা কারণে পিছিয়ে গিয়েছে তা। আর এখন লকডাউনের পরিস্থিতি কাটলেও করোনা পরিস্থিতি কাটেনি। ফলে ছবির মুক্তি নিয়ে জট রয়েই গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *