ছবিতে না নেওয়ার জন্য প্রযোজকদের জোর করতেন সুভাষ ঘাই, চাঞ্চল্যকর অভিযোগ মহিমার

মুম্বই: পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। তিনি অভিযোগ জানিয়েছেন সুভাষ ঘাই তাঁকে তৈরি করেছেন। আর সেই সুভাষ ঘাই-ই তিনি যাতে কাজ না পান সেই চেষ্টাও করেছেন। প্রযোজকদের নাকি তিনি ফোন করে বলতেন যে মহিমার সঙ্গে যেন তাঁরা কোনও কাজ না করেন। সম্প্রতি এই অভিযোগ জানিয়েছেন মহিমা চৌধুরী।

মুম্বই: পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। তিনি অভিযোগ জানিয়েছেন সুভাষ ঘাই তাঁকে তৈরি করেছেন। আর সেই সুভাষ ঘাই-ই তিনি যাতে কাজ না পান সেই চেষ্টাও করেছেন। প্রযোজকদের নাকি তিনি ফোন করে বলতেন যে মহিমার সঙ্গে যেন তাঁরা কোনও কাজ না করেন। সম্প্রতি এই অভিযোগ জানিয়েছেন মহিমা চৌধুরী।

সুভাষ ঘাইয়ের হাত ধরে যে মহিমা চৌধুরীর উত্থান সে কথা কে না জানে? তাই বলিউডের গডফাদার বলতে যা বোঝায় মহিমা চৌধুরীর ক্ষেত্রে সুভাষ ঘাই ছিলেন তাই। কিন্তু এবার মহিমা চৌধুরী যে অভিযোগ তুলেছেন তা রীতিমতো চাঞ্চল্যকর। অভিনেত্রী জানিয়েছেন তাঁর জীবনের পথ প্রদর্শক সুভাষ ঘাই। তাঁর মত পরিচালক ছিলেন বলেই আজ মহিমা চৌধুরীকে সারা দেশ চেনে। কিন্তু তাঁর কেরিয়ারের অনেক ক্ষতি করেছেন সুভাষ ঘাই। এমন অভিযোগ তুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, প্রযোজকদের তিনি ফোন করে বলতেন মহিমার সঙ্গে যেন তাঁরা কাজ না করেন। একই কথা অন্যান্য ফিল্ম মেকারদেরদেরও বলতেন সুভাষ। এমনকী মহিমা যখন তাঁর প্রথম শো পেয়েছিলেন তখন তাঁকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন সুভাষ ঘাই।

এই কথা যে ভিত্তিহীন নয় তার একটি প্রমাণ দিয়েছেন মহিমা। বলেছেন ১৯৯৮ বা ১৯৯৯ সালে ট্রেড গাইড ম্যাগাজিনের কোন একটি ইস্যুতে সুভাষ ঘাই একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল মহিমার সঙ্গে যদি কেউ কাজ করতে চান তবে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। না হলে সেই চুক্তির কোনও মানে থাকবে না। কিন্তু সুভাষ ঘাইয়ের সঙ্গে মহিমার এমন কোন লিখিত চুক্তি ছিল না, যাতে করে এটা প্রমাণিত হয় যে মহিমা নিজে সুভাষ ঘাইকে সম্পূর্ণ অধিকার দিয়ে রেখেছিলেন।

মহিমা চৌধুরী জানিয়েছেন সেই সময়ে বলিউডে তাঁর কেরিয়ার খুব কঠিন হয়ে পড়েছিল। একমাত্র সলমন খান, সঞ্জয় দত্ত, ডেভিড ধাওয়ান ও রাজকুমার সন্তোষি ছাড়া আর কেউ তাঁকে তখন সমর্থন করেননি। একমাত্র এই চারজনই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। মহিমা জানিয়েছেন এই চারজনই বারবার মহিমাকে সাহস জুগিয়েছিলেন। ক্রমাগত বলে যাচ্ছিলেন তাঁকে আরও শক্ত হতে হবে। মহিমা যেন তাঁর ওপর কাউকে চেপে বসতে না দেন। তিনি এও জানিয়েছেন ১৯৯৮ সালের 'সত্য' ছবিতে তাঁকে রিপ্লেস করেন উর্মিলা মাতন্ডকার। কিন্তু রামগোপাল ভার্মা এ সম্পর্কে তাঁকে কিছু জানাননি। এটি মহিমার জীবনে দ্বিতীয় ছবি হতে পারত। কিন্তু তা হয়নি। অভিনেত্রীর সন্দেহ এর পিথনে অঙ্গুলি-হেলনে ছিল সুভাষ ঘাইয়ের। সংবাদমাধ্যমের কাছে থেকে তিনি খবর পেয়েছিলেন যে তাঁকে ছবিতে রিপ্লেস করেছেন উর্মিলা। কিন্তু রামগোপাল ভার্মা তাঁকে বা তাঁর ম্যানেজারকে কোনও ফোন করেননি বা অন্য কোনওভাবে যোগাযোগ করার চেষ্টা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 19 =