নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করার অধিকার নেই বিহার পুলিশের। এই মর্মে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী৷ তবে, এই বিষয়ে চূড়ান্ত কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট৷ এই মামলার সঙ্গে যুক্ত সকলকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই নির্দেশ অনুসারে বিহার পুলিশ ও রিয়া চক্রবর্তী বৃহস্পতিবার লিখিত জবাব সুপ্রিম কোর্টে দিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর
মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে এসেছে বিহার পুলিশ। সুশান্ত সিংয়ের মৃত্যুর তদন্তে মহারাষ্ট্র পুলিশ কোনও সাহায্য তো করছেই না। বরং প্রতি পদক্ষেপে মহারাষ্ট্র পুলিশ অসহযোগিতা করছে বলে দাবি করেছে। পাটনার এসপিকে কোয়ারেন্টাইনে রেখেছিল মুম্বই, যাতে তিনি কোনও তদন্ত না করতে পারেন। বিহার পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে, কোনও কিছু লোকাতেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মুম্বইয়ের তরফে৷ জানা গিয়েছে, বিহার সরকার তাঁদের জবাবে বলেছে, বিহার পুলিশের জুরিসডিকশন (আইনগত অধিকারক্ষেত্র) রয়েছে এই মামলার তদন্ত করবার। রিয়ার মতে, এই মামলা বিহার পুলিশের জুরিসডিকশনের বাইরে। একই কথা বলতে শোনা গিয়েছে উদ্ধব ঠাকরে সরকারকেও।
আরও পড়ুন- রাজ্যকে করোনা ভ্যাকসিন পাঠাবে কেন্দ্র, বণ্টনের দায়-দায়িত্ব কেন্দ্রের হাতেই
যদিও বিহার সরকারের সুপারিশ মেনে সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যতদন্তের ভার সিবিআইকে দিয়েছে কেন্দ্র। তবে রিয়ার পিটিশন নিয়ে চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দিতে পারে।