স্বাধীনতার অর্থ সন্ধান থেকে করোনা যোদ্ধাদের কুর্নিশ, ১৫ আগস্টে মন ছুঁয়ে যাওয়া শুভেচ্ছা তারকাদের

কলকাতা: দেশজুড়ে এখন চলছে করোনা পরিস্থিতি। ৬ মাস কেটে গেলেও এখনও কিছুই স্বাভাবিক হয়নি। এই করোনা আবহেই এসে পড়েছে স্বাধীনতা দিবসের দিনটিও। তাই আজকের শুভেচ্ছায় বেশিরভাগ তারকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে উঠে এসেছে সেই করোনা থেকে স্বাধীনতার কথা। কেউ আবার ধর্মনিরপেক্ষ উন্নত ভারতের কামনা করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, 'স্বাধীনতা দিবসের এত বছর পর আমরা সত্যিই স্বাধীন তো?'
 

কলকাতা: দেশজুড়ে এখন চলছে করোনা পরিস্থিতি। ৬ মাস কেটে গেলেও এখনও কিছুই স্বাভাবিক হয়নি। এই করোনা আবহেই এসে পড়েছে স্বাধীনতা দিবসের দিনটিও। তাই আজকের শুভেচ্ছায় বেশিরভাগ তারকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে উঠে এসেছে সেই করোনা থেকে স্বাধীনতার কথা। কেউ আবার ধর্মনিরপেক্ষ উন্নত ভারতের কামনা করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, 'স্বাধীনতা দিবসের এত বছর পর আমরা সত্যিই স্বাধীন তো?'

অভিনেত্রী ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সমাজের বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন সেই ভিডিওয়। এ আর রহমানের গানে তিনি শহর কলকাতার অবস্থা তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে করোনা পরিস্থিতিতে কীভাবে অক্লান্ত পরিশ্রম করছেন পুলিশ, চিকিৎসকরা। রাস্তার কুকুর আজ না খেতে পেয়ে একপাশে শুয়ে রয়েছে। এরপরই তিনি প্রশ্ন তুলেছেন আমরা সত্যিই স্বাধীন তো? সমাজের কয়েকজনের কথাও ভিডিওয় উঠে এসেছে। এক পুলিশকর্মী বলেছেন, তাঁরা যখন প্রতিদিন ২৪ ঘণ্টা কাজ করে বাড়ি ফিরেছেন, পাড়ার লোকে প্রশ্ন তুলেছে, কয়েকদিন পরে ফিরলে হত না? চিকিৎসক জানিয়েছেন, অনেক স্বাস্থ্যকর্মীকে বাড়ি গিয়ে পড়শিদের বাঁকা দৃষ্টির অংশ হতে হয়েছে। যেন করোনা থেকে মুক্তি দিতে নয়, করোনা ছড়াতেই এসেছেন তাঁরা। এক তৃতীয় লিঙ্গের শিক্ষিকা প্রশ্ন তুলেছেন, স্বাধীন এই দেশে তাঁদের মতো মানুষের ভালবাসা সমাজ কি মানতে পেরেছে? এক মহিলা রিকশাচালক জানিয়েছেন, আজও যখন তাঁকে দেখে মানুষ, প্রশ্ন তোলে, 'মেয়েরা আবার রিকশা চালায় নাকি? টানতে পারবি তো?' এক পশুপ্রেমী বলেছেন, এই পরিস্থিতিতে তাঁদেরও অনেক কথা শুনতে হয়েছে। ভিডিওর শেষে মিমি আবেদন করেছেন, মানুষকে স্বাধীন হতে হবে চিন্তা ভাবনায়। তবেই আসবে প্রকৃত স্বাধীনতা।

অমিতাভ বচ্চন তাঁর পোস্টে এদিন কুর্নিশ জানিয়েছেন করোনা যোদ্ধাদের।

নুসরত জাহান ভিডিওয় ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, ভারতবাসী হিসেবে তিনি গর্বিত। বাকিরাও নিশ্চয়ই গর্ব অনুভব করেন। ধর্ম ও জাতির উর্ধ্বে গিয়ে সবাইকে আজকের দিনে আনন্দে মাতার অনুরোধ জানান নুসরত। এছাড়া আরও একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। সেখানে তিনি ছবি আঁকা, গিটারে সুর তোলা, নাচ ইত্যাদির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন।

 

null

 

শ্রেয়া ঘোষাল, শান্তনু মৈত্র ও সদানন্দ কিরকিরে একটি গান প্রকাশ করেছেন স্বাধীনতা দিবসে। গানের নাম 'আপনি মাটি'। গানের দৃশ্যায়ণে তাজমহল সহ ভারতের বিভিন্ন স্থাপত্য যেমন উঠে এসেছে, তেমনই উঠে এসেছে বিভিন্ন লোক সংস্কৃতির কথা ও নৃত্য। গানের মধ্যে কোথাও বার্তা দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতার, কোথাও বার্তা দেওয়া হয়েছে জাতি ও ধর্ম নির্বিশেষে উৎসবে মাতোয়ারা হওয়ার। দেশের কৃষক থেকে সীমান্তের জওয়ান, সবাইকে শ্রদ্ধা জানানো হয়েছে গানের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =