মুম্বই: করোনা নিয়ে এখন বিপর্যস্ত গোটা দেশ। এরই মধ্যে চুপিসাড়ে নাকি বাগদান সেরে ফেলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী কাজল আগরওয়াল। এক কোটিপতির সঙ্গে নাকি এনগেজমেন্ট হয়ে গিয়েছে তাঁর। বেঙ্গালুরুতে নাকি বসেছিল তাঁদের এনগেজমেন্টের আসর। তবে অভিনেত্রী নিজে এখনও এ নিয়ে মুখ খোলেননি।
কাজল আগরওয়ালের যাঁর সঙ্গে বাগদান হয়েছে তার নাম গৌতম। বেঙ্গলুরুর কোটিপতি তিনি। কাজলের ছোট বোন নিশা আগরওয়ালের বিয়ের সময়ই তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন যে তিনি সঠিক লোকটির জন্য অপেক্ষা করছেন। তবে একজনকে খুঁজে পেতে পারেন বল ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, পাত্র খুঁজতে নাকি কাজলের বাবা-মা তাঁকে সহায়তা করেছিলেন। অভিনেত্রী এখন মুখ না খুললেও শোনা যাচ্ছে খুব শীঘ্রই গৌতমের কথা সামনে আসবে। এছাড়া গত বছর আগে একটি জনপ্রিয় চ্যাট-শোয়ে গিয়েছিলেন কাজল। সেখানে কথা প্রসঙ্গে বিয়ের কথা বলেন তিনি। জানান, বিয়ের নাকি খুব বেশি দেরি নেই। খুব তাড়াতাড়িই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তখন অবশ্য তিনি গৌতমের নাম সামনে আসেননি। এই কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
কিছুদিন আগে করোনা আবহের মধ্যেই বিয়ে সারেন রানা দাগ্গুবতি। ৮ আগস্ট, শনিবার সন্ধ্যায় বিয়ে করেন তিনি। ইন্টিরিয়ার ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানা। রানা দাগ্গুবতির স্ত্রী মিহিকা বাজাজ পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। হায়দরাবাদের রামানাইডু স্টুডিয়োতে বিয়ে করেন তাঁরা। রানার বিয়েতে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য, রাম চরণ, আল্লু অর্জুন সহ অনেক দক্ষিণী সুপারস্টার। আর ছিলেন কয়েকজন আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। মোট ৩০ জন উপস্থিত ছিলেন বিয়েতে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসার পরই তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিয়ের দিন অফ হোয়াইট রঙের ধুতি ও কুর্তায় সেজেছিলেন রানা। মিহিকা সেজেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গায়। সেটি ডিজাইন করেছিলেন অনামিকা খান্না। লেহেঙ্গার সঙ্গে ছিল মানানসই গয়না। গায়ে হলুদ, মেহেন্দি সহ সমস্ত নিয়ম নীতি মেনে বিয়ে হয়।