মুম্বই: স্বজনপোষণের অভিযোগে এখন বিধ্বস্ত বলিউড। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বলিউড সেলিব্রেটিদের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। অভিনেত্রী কঙ্গনা রানাউত সুশান্তের মৃত্যুর পেছনে স্বজনপোষণকে দায়ী করেছেন। অনেকে আবার সরাসরি দায়ী না করলেও জানিয়েছেন বলিউডে স্বজনপোষণ রয়েছে। কারণ একজন আউটসাইডারকে প্রথম ছবি পেতে যে পরিশ্রম করতে হয় বা টিকে থাকতে গেলে যে পরিশ্রম করতে হয়, বলিউড স্টারকিডদের তা করতে হয় না। অনেকেই জানিয়েছিলেন স্বজনপোষণের দৌলতে একাধিক ছবি হাতছাড়া হয়েছে তাঁদের। এবার সেই তালিকায় যোগ হল অভিনেত্রী বিপাশা বসুর নাম।
স্বজনপোষণ না হলেও বিপাশা বসু বলিউডের দুর্ব্যবহার নিয়ে মুখ খুলেছেন। কাস্টিং কাউচ বলিউডে আম ব্যাপার। এর আগে রণবীর সিং, সুরভিন চাওলা, রাধিকা আপ্তে সহ অনেক অভিনেতা-অভিনেত্রী কাস্টিং কাউচের বিরুদ্ধে সরব হয়েছেন। অনেকে আবার বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। সম্প্রতি বিপাশা বসু জানিয়েছেন, তাঁকেও এক প্রযোজকের হাতে হেনস্তা হতে হয়েছিল। বিপাশা বলেছেন, যখন ঘটনাটি তাঁর সঙ্গে ঘটে তখন তাঁর বয়স অনেক কম ছিল। একাই থাকতেন তিনি। তবে তাঁর অ্যাটিটিউড এমন ছিল যে সহজে কেউ তাঁর সঙ্গে দূর্ব্যবহার করার সাহস পেতেন না। উল্টে ভয় পেতেন তাঁকে। কিন্তু একবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটেছিল।
এক প্রথম সারির প্রযোজকের ছবিতে সই করেছিলেন বিপাশা। এর পর বাড়ি ফিরে তিনি একের পর এক মেসেজ পেতে শুরু করেন। সেই প্রযোজক বিপাশাকে লিখেছিলেন বিপাশার হাসি তিনি খুব মিস করছেন। এরপরেও একাধিকবার প্রযোজকের থেকে মেসেজ পেয়েছিলেন বিপাশা। তবে সেসব তিনি খুব একটা পাত্তা দেননি। এড়িয়ে যেতেন। সৌভাগ্যের বিষয় এই সমস্যা বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিন পর অদ্ভুতভাবে এর সমাধান হয়। এক বন্ধুকে পাঠানোর জন্য মেসেজ লিখেছিলেন বিপাশা। কিন্তু ভুলবশত তা পাঠিয়ে দেন সেই প্রযোজককে। অদ্ভুতভাবে তারপর থেকে আর কোন মেসেজ বা প্রস্তাব পাননি তিনি।
বিপাশা বিষয়টিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চাননি। তাই নিজের সেক্রেটারিকে নির্দেশ দেন প্রযোজকের থেকে তিনি ছবির পারিশ্রমিক বাবদ যে টাকা নিয়েছেন তা যেন ফিরিয়ে দেওয়া হয়। ওই ধরনের কোনও মানুষের সঙ্গে কাজ করতে চান বিপাশা। তবে এরপর একাধিকবার বহু অনুষ্ঠানে ওই প্রযোজকের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। কিন্তু বিপাশাকে দেখেও তিনি না দেখার ভান করে চলে গিয়েছেন। আগবড়িয়ে কথা বলতে যাননি বিপাশাও।