ব্রায়ের স্ট্র্যাপ দেখা যাচ্ছে কেন? নেটিজেনদের সপাট জবাব স্বস্তিকার

কলকাতা: সাহসিনী হিসেবে বরাবরই খ্যাতি রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। অনেক সময়ই তিনি বিভিন্ন বিষয় নিয়ে নির্দলীয় প্রতিবাদ জানিয়েছেন। আবার অনেক সময় মুখের উপর জবাব দিয়েছেন স্বস্তিকা। সব মিলিয়ে বাংলা সিনেমার অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর ছবি 'তাসের ঘর'-এর পোস্টার মুক্তি পেয়েছে। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছে স্বস্তিকাকে। সেই নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

কলকাতা: সাহসিনী হিসেবে বরাবরই খ্যাতি রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। অনেক সময়ই তিনি বিভিন্ন বিষয় নিয়ে নির্দলীয় প্রতিবাদ জানিয়েছেন। আবার অনেক সময় মুখের উপর জবাব দিয়েছেন স্বস্তিকা। সব মিলিয়ে বাংলা সিনেমার অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর ছবি 'তাসের ঘর'-এর পোস্টার মুক্তি পেয়েছে। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছে স্বস্তিকাকে। সেই নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

null

কিছুদিন আগে প্রকাশিত হয়েছে 'তাসের ঘর' ছবির পোস্টার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই পোস্টার মুক্তির পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন স্বস্তিকা। সোশ্যাল সাইটে তাঁকে নিয়ে চলছে আলোচনা। সাদা কালো ছবির পোস্টারেও মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা। পোস্টারে তাঁকে শাড়িতে দেখা গিয়েছে। তবে তাঁর ব্লাউজের পাশ থেকে উঁকি মারছে কালো রংয়ের ব্রায়ের স্ট্র্যাপ। বিতর্কের শুরু সেই স্ট্র্যাপ থেকেই। অনেকেই পোস্টারের স্বস্তিকার স্নিগ্ধ রূপে মুগ্ধ। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন কেন স্বস্তিকার অন্তর্বাস দেখা যাচ্ছে? তা নিয়ে কেউ কেউ বলেছেন কালো ব্রায়ের স্ট্রাপ দেখানোটা কি খুবই দরকার ছিল পরিচালকের? ছবির চিত্রনাট্যের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে? এরপরই মুখ খোলেন স্বস্তিকা।

তবে শুধু কথার মাধ্যমে সমালোচকদের একহাত নিয়েছেন অভিনেত্রী, তা নয়। সোশ্যাল সাইটে বেশ কয়েকটি ছবির পোস্টার পোস্ট করেছেন তিনি। তাঁর সঙ্গে লিখছেন কেন পরিচালককে এনিয়ে প্রশ্ন করা হবে? যখন হিরোদের অন্তর্বাস, চাড্ডি ইত্যাদিতে দেখান পরিচালক তখন কি সেই নিয়ে কখনও তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হয়? না। কারণ, এটিকে 'কুল' হিসেবে ধরে নেওয়া হয়। মানুষের মনে এই ধারণা গেঁথে গিয়েছে। কিন্তু একজন মহিলার ব্রায়ের স্ট্র্যাপ দেখালেই মুশকিল। উৎসাহ বেড়ে যায় অত্যন্ত। স্বস্তিকা পোস্টে লিখেছেন, গল্পের সঙ্গে ব্রায়ের স্ট্রাপ দেখানোর কোনও সম্পর্ক নেই। কিন্তু স্বাভাবিক ঘটনা স্বাভাবিকই। সেগুলো সামনে আসার সময় এবার এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =