মুম্বই: সুশান্তের মামলা রোজ নতুন কোন মোড় নিচ্ছে। প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। আর প্রায় দিনই অভিযোগ উঠছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ উঠেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি ও মুম্বই পুলিশ। শোনা যাচ্ছে খুব শীঘ্রই রিয়াকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। এই নিয়ে অভিনেত্রীকে সমন পাঠানো হতে পারে বলেও খবর। তবে রিয়ার তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত তাঁর হাতে কোনও সমন এসে পৌঁছয়নি। এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিংয়ের আইনজীবী বিকাশ সিং।
বিকাশ সিং জানিয়েছেন সিবিআই সমস্ত দিক পর্যালোচনা করে তারপরই রিয়াকে সমান পাঠাবে। তারপর জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে। আর তাঁর জবাবে যদি সিবিআই আধিকারিকরা সন্তুষ্ট না হন তাহলে গ্রেপ্তার করা হতে পারে রিয়াকে। যদিও এই নিয়েই বেশি কিছু এখনও পর্যন্ত জানাননি তিনি। তবে সুশান্ত সিং রাজপুতের পরিবার যে সিবিআই তদন্তের জন্য বেশ সন্তুষ্ট এ কথা এদিন উল্লেখ করেছেন বিকাশ সিং।
শনিবার ও রবিবার পরপর দু'দিন সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটে যায় সিবিআইয়ের টিম। অভিনেতার ঘরের ম্যাপিং ও ভিডিওগ্রাফি করা হয়। এছাড়া সুশান্তের ফ্লাটমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ সিংহ এবং সহযোগী দীপ্তেশ সাওয়ন্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ১৪ জুন যখন ফ্ল্যাট থেকে অভিনেতা ঝুলন্ত দেহ উদ্ধার হয় তখন এই তিনজনের সেখানে ছিলেন বলে সূত্রের খবর। সিবিআইকে নীরজ জানিয়েছেন মৃত্যুর আগে প্রায় পাঁচ মাস ধরে অসুস্থ ছিলেন সুশান্ত। সম্ভবত সেই কারণে আত্মহত্যা করেছেন তিনি। তবে এ নিয়ে বিস্তারিত এখনও জানায়নি সিবিআই। রবিবার সিদ্ধার্থ পিঠানি এবং নীরজ সিংহকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেতে চলেছে সিবিআই। শোনা যাচ্ছে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে পাঠানো হবে নোটিস। তাঁকে বান্দ্রার ফ্ল্যাটে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। তবে রিয়ার তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত তিনি শমন পাননি।তবে সিবিআই ডাকলে তিনি যাবেন বলে জানিয়েছেন রিয়া।