কলকাতা: ফের টলিপাড়ায় করোনার থাবা। এবার করোনা হানা দিয়েছে সাংসদ ও অভিনেতা দেবের বাড়িতে। এর আগে কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এবার কিন্তু দেব আক্রান্ত হয়েছেন, তা নয়। তাঁর হাউস ম্যানেজারের শরীরে ধরা পড়েছে করোনা।
মঙ্গলবার দুপুরে একথা টুইট করে জানান অভিনেতা দেব। লেখেন, তাঁর দীর্ঘদিনের হাউজ ম্যানেজার এবং দলের অন্যতম সদস্য উত্তমের করোনা হয়েছে। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু উত্তম উপসর্গহীন বলে জানিয়েছেন দেব। তাই তাঁকে আপাতত হাসপাতালে ভর্তি করা হচ্ছে না বলে খবর। বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা হবে উত্তমের। অনুরাগীদের কাছে দেবে অনুরোধ করেছেন, কেউ যেন তাঁকে বা তাঁর পরিবারের বাকি সদস্যদের নিয়ে আতঙ্ক না ছড়ান। কারণ তিনি ও তাঁর পরিবারের সবাই আপাতত সুস্থ রয়েছেন। তাঁদের করোন পরীক্ষা করা হয়েছিল এবং পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সতর্কতার খাতিরে আপাতত দেব এবং পরিবারের প্রত্যেককে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।
I along with the rest of the house members had also tested for Covid.
All of us have tested NEGATIVE.
So there is nothing to worry.
We are quarantining just as a precautionary measure. 😊🙏🏻 https://t.co/a74ydv0FVw— Dev (@idevadhikari) August 25, 2020
I along with the rest of the house members had also tested for Covid.
All of us have tested NEGATIVE.
So there is nothing to worry.
We are quarantining just as a precautionary measure. 😊🙏🏻 https://t.co/a74ydv0FVw— Dev (@idevadhikari) August 25, 2020
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন পরিচালক রাজ চক্রবর্তী। টুইটে রাজ চক্রবর্তী লিখেছেন, “আমার করোনা ধরা পড়েছে। আমারর বাবাকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। হাসপাতালে থাকাকালীন তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয় দু'বার। কিন্তু দু'বারই সেই রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমার পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে।” বাকিদের মধ্যে পড়ছেন স্ত্রী শুভশ্রীও। সম্ভবত পরের মাসেই তাঁর ডেলিভারি ডেট। এর মধ্যে রাজের করোনা আক্রান্তের খবরে ভেঙে পড়েছেন তিনি। তার উপর আগত সন্তানকে নিয়েও চিন্তা ভাবনা করছেন তিনি। আশঙ্কায় তটস্ত গোটা চক্রবর্তী পরিবারও। তবে স্বস্তির খবর রাজ ছাড়া আর কারও শরীরে করোনা থাবা বসায়নি।