মুম্বই: এবার আরও সমস্যায় পড়তে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। মঙ্গলবার সন্ধ্যাবেলা ইডির তরফ থেকে রিয়ার সঙ্গে মাদকচক্রের যোগ রয়েছে তা নিয়ে একটি চিঠি যায় ব্যুরোর হাতে। বুধবার তার পরিপ্রেক্ষিতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় যোগ দেয় তারা। আর তার পরই সমস্ত প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে মামলা দায়ের করে এনসিবি।
রিয়া বিরুদ্ধে NDPS আইনের আওতায় মামলা করা হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে ইডির তরফে যে চিঠি পাঠানো হয়েছিল সেখানে উল্লেখিত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করে তারা। সূত্রের খবর, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন ১৯৮৫-এর আওতায় মামলা করেছে এনসিবি। ২০, ২২, ২৭ ও ২৯ ধারায় রিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ধারাগুলি অনুযায়ী ড্রাগ সেবন ও ড্রাগ পাচার ছাড়াও একাধিক অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে। অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবসায়িক স্বার্থে ড্রাগের আদান-প্রদান ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও উঠেছে। আইন অনুযায়ী রিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ বছরের জেল হতে পারে তাঁর।
Narcotics Control Bureau registers a case in #SushantSinghRajput‘s death. pic.twitter.com/PhBj2mZRb6
— ANI (@ANI) August 26, 2020
Narcotics Control Bureau registers a case in #SushantSinghRajput's death. pic.twitter.com/PhBj2mZRb6
— ANI (@ANI) August 26, 2020
এই ঘটনার কথা প্রকাশ্যে আসা মাত্রই মুখ খুলেছেন কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, যদি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো 'বুলিউডে' (বলিউড) হানা দেয় তবে অনেক প্রথম সারির তারকা বিপদে পড়বেন। কটাক্ষ করে তিনি এও বলেন, রক্ত পরীক্ষা করা হলে অনেক মারাত্মক কথা বেরিয়ে পড়বে। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশন অভিযানের আওতায় এই নর্দমাটিও পরিষ্কার হবে বলেও জানান কঙ্গনা।
I was still a minor my mentor turned tormentor used to spike my drinks and sedate me to prevent me from going to cops, when I became successful and got entry in to the most famous film parties I was exposed to the most shocking and sinister world and drugs,debauchery and mafia.
— Kangana Ranaut (@KanganaTeam) August 26, 2020