মুম্বই: কিছুদিন আগে আমির খানের বিরুদ্ধে উঠেছিল ‘দেশদ্রোহী’ স্লোগান। এবার সেই একই অভিযোগ উঠল অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। ভারতীয় সংবিধানকে ‘জাতিবাদী’ বলে কটাক্ষ করায় তাঁর বিরুদ্ধে সম্প্রতি মামলা দায়ের করেছেন ভীমসেনা প্রধান সৎপাল তনওয়ার।
আমেরিকার ১০০ জনকে অপরা উইনফ্রে বই উপহার দিয়েছেন। বইটি জাতি ও ধর্ম সম্পর্কিত। এর পরই কঙ্গনা টুইটারে লেখেন, ভারতীয়রা যেন জাতিপ্রথাকে অস্বীকার করে। কিছু মানুষের কাছে এই জাতিপ্রথার কারণে অন্যকে দুঃখ দিয়ে নিয়ে আনন্দ পায়। ভারতের সংবিধান সংরক্ষণের কথা বলে। চলুন এটা নিয়ে কথা বলা যাক।” ভীমসেনার প্রধানের অভিযোগ, ভারতীয় সংবিধানকে জাতিবাদী বলেছেন কঙ্গনা। এর দ্বারা মানুষকে উসকানি দিচ্ছেন কঙ্গনা এমন অভিযোগ তোলেন সৎপাল তানওয়ার। তাঁর আরও অভিযোগ জাতি ও শ্রেণি বৈষম্য নিয়ে টুইট করে ভারতীয় সংবিধানকে অপমান করেছেন কঙ্গনা। এর সঙ্গে দেশদ্রোহিতার কোনও পার্থক্য নেই। তাই তাঁর বিরুদ্ধো অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভীমসেনা প্রধান। কঙ্গনার বিরুদ্ধে গুরুগ্রামের ৩৭ সেক্টর থানায় সাইবার বিভাগে জমা পড়েছে অভিযোগ।
কিছুদিন আগে আমির খানের বিরুদ্ধে উঠেছিল দেশদ্রোহিতার অভিযোগ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরদোগানের স্ত্রী এমাইল এরদোগানের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্য আসার পরই শুরু হয় বিতর্ক। তাঁদের এই সৌহার্দ্য বিনিময়কেও ভাল চোখে দেখেননি না অনেকে। তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক কথা তোলেন তাঁরা। বলেন নয়াদিল্লিতে CAA নিয়ে প্রতিবাদে সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরাসরি সর্বসমক্ষে ভারতের সমালোচনা করেছিলেন। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। আর এই কয়েক মাসের মধ্যেই কি সেই সব ভুলে গিয়েছেন আমির? এমনকী যখন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল, তখনও তার সমালোচনা করেছিল তুরস্ক। এই ইসলামিক দেশ তখন কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল। আমির সম্ভবত সেই সব কিছুও ভুলে গিয়েছেন।