মুম্বই: মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হয়েছ্লি 'সড়ক ২'-এর ট্রেলার। স্বজনপোষণের অভিযোগে একের পর এক ঘায়ে কাবু হচ্ছিল ট্রেলার। দিন যত গিয়েছে, এর সংখ্যা তত কমার বদলে বেড়ে গিয়েছে। আর এবার ছবি মুক্তির পরও একই ঘটনা ঘটল। রেটিংয়ের পরিসংখ্যানে হু হু করে পড়ছে ছবির রেটিং।
১০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল 'সড়ক ২'র। কিন্তু ২৮ আগস্ট ছবিটি মুক্তি পায়। Disney+ Hotstar-এ মুক্তি পেয়েছে ছবিটি। তারপরই ন্যূনতম রেটিং পেতে থাকে ছবিটি। IMDb-তে এর রেটিং স্কেলে মাত্র ১.১ নম্বর পেয়েছে ছবিটি। IMDb-র ইতিহাসে এখনও পর্যন্ত এটি সবচেয়ে কম রেটিং। ভোট দিয়েছেন ৯ হাজার ৮২১ জন। এতদিন পর্যন্ত সবচেয়ে খারাপ রেটিং পেয়েছিল অজয় দেবগনের 'হিম্মতওয়ালা' ও রাম গোপাল বর্মার 'আগ'। ছবি দুটিই ১.৭ রেটিং পেয়েছিল। এরপর রয়েছে অভিষেক বচ্চনের 'দ্য লেজেন্ড অফ দ্রোণা'। এ ছবিটি ২ রেটিং পেয়েছে। কিন্তু সেই সব গুলিকে টপকে গিয়েছে আলিয়া ভাটের ছবি 'সড়ক ২'।
সুশান্তের মৃত্যুর পর থেকেই ‘সড়ক ২’ নিয়ে চর্চা চলছিল। শোনা যাচ্ছিল ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। এই কারণে নাকি মহেশ ভাটের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। এই নিয়ে তাঁদের মধ্যে মিটিংও হয়। কিন্তু তারপর সুশান্তকে বাদ দিয়ে ছবিতে আদিত্য রয় কাপুরকে নেওয়া হয়। এই খবর সামনে আসার পর থেকেই স্বজনপোষণের অভিযোগ উঠতে থাকে নির্মাতাদের বিরুদ্ধে। সুশান্তের জামাইবাবুও ছবিটিকে ৮০ শতাংশেরও বেশি স্বজনপোষণকে মাথায় রেখেই বানানো বলে জানান। এর রোষ এসে পড়ে ছবির উপর। পোস্টার বের হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় নিন্দার ঝড়। ট্রেলার রিলিজের পর তা আরও বাড়ল। আর ছবি রিলিজ করার পরে তো কথাই নেই। একে তো সুশান্ত এফেক্ট রয়েছেই। তবে সমালোচকদের দৃষ্টিতেও কিন্তু একেবারেই ভাল হয়নি 'সড়ক ২'।