করোনার হানা, সিল করা হল লতা মঙ্গেশকরের অ্যাপার্টমেন্ট

মুম্বই: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বিল্ডিংয়ে এবার করোনার-হানা। বিল্ডিংয়ের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। আর তার ফলেই সিল করে দেওয়া হয়েছে লতা মঙ্গেশকারের প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্ট। শনিবারের লতাজির বিল্ডিং সিল করে দেওয়া হয়।

মুম্বই: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বিল্ডিংয়ে এবার করোনার-হানা। বিল্ডিংয়ের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। আর তার ফলেই সিল করে দেওয়া হয়েছে লতা মঙ্গেশকারের প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্ট। শনিবারের লতাজির বিল্ডিং সিল করে দেওয়া হয়।

প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্ট দক্ষিণ মুম্বাইয়ের জামাল সিলসিলা কার্পেটের উপর অবস্থিত। জানা গিয়েছে বহুতলের ৫ জন করোনা আক্রান্ত। এরপরেই বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে বিল্ডিংটি সিল করে দেওয়া হয়। বিল্ডিং একাধিক প্রবীণ নাগরিক থাকার কারণে অতিরিক্ত সর্তকতা নেওয়া হচ্ছে বলে খবর। তবে লতামঙ্গেসকার ও তাঁর পরিবারের সদস্যরা সুস্থ এবং নিরাপদে রয়েছেন। এ নিয়ে সুরসম্রাজ্ঞী পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয় প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্ট সিল করা হয়েছে কিনা তা জানার জন্য বারবার ফোন আসছে তাঁদের কাছে। একথা সত্যি যে আবাসনের সোসাইটি ও পৌরসভা যৌথ প্রচেষ্টায় বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে। বিল্ডিংয়ে একাধিক প্রবীণ মানুষ থাকার জন্য এই সর্তকতা নেওয়া হয়েছে বলে লতা মঙ্গেশকারের পরিবারের তরফে জানানো হয়েছে।

কিছুদিন আগে করোনা জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অমিতাভ এবং অভিষেক বচ্চন। শুধু বাবা ও ছেলেই নয়, ঐশ্বর্য এবং আরাধ্যা বচ্চনও করোনায় আক্রান্ত ছিলেন। এর ফলে সিল করে দেওয়া হয়েছিল তাঁদের বাসভবন জলসা। এছাড়া রেখার আবাসনেও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। তাই তাঁর আবাসনও কিছুদিন আগে সিল করে দেওয়া হয়েছিল। এলাকাটি ঘোষণা করা হয়েছিল কনটেনমেন্ট জোন হিসেবে। রেখার করোনা পরীক্ষা নিয়ে প্রচুর দড়ি টানাটানি চলেছিল। অভিনেত্রী কিছুতেই করোনা টেস্ট করাতে চাইছিলেন না। অথচ তাঁর বাড়িতেই করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাওয়ায় সেটি অত্যন্ত প্রয়োজন ছিল। তবে এক্ষেত্রে লতা মঙ্গেশকারের করোনা পরীক্ষা করা হবে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সুরসম্রাজ্ঞীর পরিবার বা বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফের এখনও পর্যন্ত কোনও খবর জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 17 =