সানি, মিঞার পর মানিকচক কলেজে ভর্তি হতে চান নেহা কক্কর, ৩ বিষয়ে শিল্পীর নাম

সানি, মিঞার পর মানিকচক কলেজে ভর্তি হতে চান নেহা কক্কর, ৩ বিষয়ে শিল্পীর নাম

2499ced052a4b3ff30b8708c3882e087

 

ইংরেজবাজার: আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজের পর এবার মালদহের মানিকচক কলেজ৷ ফের বিভ্রাট মেধাতালিকায়৷ পর্নস্টার মিঞা খালিফার, সানি লিওনের পর মানিকচক কলেজের ভর্তির মেধাতালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কার৷ তবে, এবার একটি বিষয়ে নয়, বিএ পাস, এডুকেশন, ইংরেজি অনার্সে ভর্তির মেধাতালিকায় নাম উঠেছে নেহার৷ তার এই মেধাতালিকা প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্ক৷

নেহা কক্করের নাম মেধা তালিকায় উঠে আসতেই শুরু হয় বিতর্ক৷ গোটা ঘটনাটি স্বীকার করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ৷ মানিকচক কলেজের অধ্যক্ষ অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন, তিনি গোটা বিষয়টি তাঁর নজর এসেছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মেধাতালিকা থেকে অতি দ্রুত নেহার নাম সরিয়ে দেওয়া হয়েছে৷ কে বা কারা এই ঘটনা ঘটাল, তা জানতে ইতিমধ্যেই সাইবার ক্রাইমে দ্বারস্থ হয়েছে কলেজ কর্তৃপক্ষ৷ কীভাবে নেহার লেখা উঠে এল, তাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলে খবর৷ কলেজ কর্তৃপক্ষের দাবি, যেহেতু এবার অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সময় আবেদনের জন্য কোন নথিপত্র জমা দিতে হয়নি, ফলে কেউ বা কারা এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারে৷ কীভাবে মেধা তালিকায় সংগীত শিল্পীর নাম উঠলেও তা জানতে ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত সংস্থার থেকে কৈফিয়ত তলব করা হচ্ছে৷ বিতর্ক তৈরি হতেই নেহার নাম তুলে নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে৷

শুধু নেহা নন, আশুতোষ কলেজের ইংলিশ অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টে উঠে আসে সানি লিওনে নাম৷ সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ একই সঙ্গে বারাসাত গভর্নমেন্ট কলেজে মেধাতালিকায় পর্নস্টার মিঞা খালিফার, সানি লিওনের নাম ঘিরেও তৈরি হয় বিতর্ক৷ ঘটনার তদন্ত চেয়ে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ৷

acd62f8c96fa8bc8d82871c55b3b77c2

আশুতোষ কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম ওঠার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷  তার উপর আবার বজবজ কলেজে একই ঘটনা ঘটায় রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। বারাসাত সরকারি কলেজের ইংলিশ অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টে পর্নস্টারদের নাম উঠে আসে৷ ঘটনার বিরুদ্ধে তৃণমূল পরিচালিত কলেজের ছাত্র সংসদ ক্ষোভ প্রকাশ করেছে৷  তাদের দাবি, কলেজকে কালিমালিপ্ত করতেই সানি লিওন সহ আরও তিনজনের মিথ্যে নাম জুড়ে এই কাণ্ড ঘাটানো হয়েছে। ঘটনায় গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ বারাসাত থানায় এই জঘন্য কাজের জন্য অভিযোগ দায়ের করেছেন৷ আশুতোষ কলেজের ঘটনায় সানি নিজেও এনিয়ে কমেন্ট করেছেন৷ লিখেছেন, ‘‘কলেজে পরের সেমিস্টারে দেখা হচ্ছে আশা করি তোমরা আমার ক্লাসেই থাকবে।’’

d6d9d9b62e894ccb1ba1920c3651233b

সানি লিওনের সঙ্গে যোগ হয়েছে মিয়া খালিফার নামও। এই অ্যাডাল্ট স্টারের নামও প্রকাশ পেয়েছে একটি সরকারি কলেজের মেরিট লিস্টে। বারাসত গভর্মেন্ট কলেজের মেধা তালিকায় নাম উঠেছে পর্নস্টার মিঞা খালিফার। ঘটনা নিয়ে নিন্দার ঝড় নেট দুনিয়ায়। তবে বারাসাত গর্ভমেন্ট কলেজের তরফে জানানো হয়েছে তাদের কলেজের নাম কলঙ্কিত করার চেষ্টা চলছে। ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। মেধা তালিকায় মিয়া খালিফার নাম তারা প্রকাশ করেনি। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভুয়ো মেধা তালিকার প্রকাশ করা হয়েছে। ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার ক্রাইমের বিশেষ ধারায় দায়ের হয়েছে অভিযোগ। যে মেরিট লিস্ট ঘিরে বিতর্ক সেখানে মিঞা খলিফা, সানি লিওন সহ ৪ জন পর্নস্টারের নাম রয়েছে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, পর্নস্টারদের নাম যে রোল নম্বরগুলির রয়েছে, সেই রোল নম্বর অন্য ছাত্রছাত্রীদের। পুরো বিষয়টাই ভুয়ো বলে জানায় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

b92bbdfb42437c81ac6846ba1f922991

আশুতোষ কলেজে ইংরেজি মেধা তালিকা অনুযায়ী সানি লিওনের রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬‌। উচ্চমাধ্যমিক বোর্ড থেকে সাধারণ পড়ুয়া হিসাবে সমস্ত বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ পেয়ে তালিকায় শীর্ষে সানি লিওন৷ সানি লিওনের নাম মেধা তালিকায় উঠে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়৷ তাহলে কি আশুতোষ কলেজে ইংরেজি পড়তে আবেদন করেছেন সানি লিওন? এই নিয়ে বিতর্ক শুরু হতেই নাম সরিয়ে দেয়ে কর্তৃপক্ষ৷ তাদের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর অনলাইনে কলেজে ভর্তির আবেদন জমা নেওয়া হয়েছিল৷ সেখানে খুব সম্ভবত কেউ সানি লিওনের নাম ব্যবহার করে ভুয়ো আবেদন করে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে৷ কিন্তু কে বা কারা সানি লিওনের নামে আবেদন করে থাকলেও কলেজ কর্তৃপক্ষ কেন তা না দেখে সমস্ত আবেদন গ্রহণ করে মেধা তালিকা প্রকাশ করল, শুরু হয়েছে বিতর্ক৷ পরে যদিও তালিকা বদল করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *