অনুষ্কার রক্তাত্ব ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানোয় ট্রোল হলেন ঋতাভরী

দুদিন আগেই অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেটের বর্তমান অধিনায়কের স্ত্রী অনুষ্কা শর্মা জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। এই সুখবরে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভয়ানক ভাবে ট্রোল হলেন আর এক অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কি এমন ছবি পোস্ট করেছিলেন ঋতাভরী, যার জন্যে তাঁকে এত কথা শোনালেন নেটিজেনরা?

 

কলকাতা: দু’দিন আগেই অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেটের বর্তমান অধিনায়কের স্ত্রী অনুষ্কা শর্মা জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। এই সুখবরে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেটপাড়ায় ট্রোলড হলেন আর এক অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কী এমন ছবি পোস্ট করেছিলেন ঋতাভরী, যার জন্যে তাঁকে কটাক্ষের শিকার হতে হল?

'পরী' ছবিতে ঋতাভরীকে অনুষ্কার সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। সেই ছবির শেষ দৃশ্য থেকেই একটি ছবি পোস্ট করেছিলেন ঋতাভরী, আর তাতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়েছে। 'পরী' ছবির শেষ দৃশ্যে দেখা গিয়েছিল ঋতাভরী, অনুষ্কার তাঁর সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন। সেই সময় অনুষ্কার মুখ রক্তে মাখা ছিল। মাটিতে পড়েছিলেন অনুষ্কা অর্থাৎ পরী। অন্যদিকে মিতালি অর্থাৎ ঋতাভরী তাঁর সন্তানকে প্রথম বার এবং একসঙ্গেই শেষ বারের মতো মায়ের হাতে তুলে দিয়েছিলেন। পরী'র এই শেষ দৃশ্যের সঙ্গে দর্শকের আবেগ আজও জড়িয়ে আছে।

এই দৃশ্য থেকেই শেষ মুহূর্তের ছবি শেয়ার করে অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতাভরী। আর সেখানেই আপত্তি নেটিজেনদের। তাদের অনেকেই ঋতাভরীকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে উল্লেখ করেছেন। অনেকে আবার বলেছেন, ঋতাভরী যে অনুষ্কার সঙ্গে কাজ করেছিলেন, সেই কথাই বোঝাতে নিজের খ্যাতি বাড়ানোর চেষ্টা করছেন৷ অনেকেই ঋতাভরীকে প্রশ্ন করেছেন, তাঁর কাছে কি অন্য কোনও ছবি ছিল না! পাশাপাশি অনেকে আবার ঋতাভরীর সমর্থনও করেছেন। সমর্থকদের মতে, একজন মায়ের কাছে তথা প্রতিটা মেয়ের কাছে এই সময়টা অনেকখানি গুরুত্বপূর্ণ। ঋতাভরী আসলে আবেগতাড়িত হয়েই এই ছবি পোস্ট করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *