ফের মানবিক, নিজের সংসদীয় কার্যালয়কে আইসোলেশন সেন্টারে পরিণত করলেন দেব

মুম্বই: করোনা পরিস্থিতির শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন সাংসদ অভিনেতা দেব। কখনও বিদেশ থেকে ফিরিয়ে এনেছেন সেখানে আটকে থাকা ভারতীয়দের। কখনও আবার করোনার ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন। আর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিজের সংসদীয় কার্যালয়কে আইসোলেশন বিভাগে রূপান্তরিত করলেন দেব। এবার থেকে তাঁর সংসদীয় কার্যালয়টি করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।

2aa7b6a00b0c4e668c5d30e7462afb95

মুম্বই: করোনা পরিস্থিতির শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন সাংসদ অভিনেতা দেব। কখনও বিদেশ থেকে ফিরিয়ে এনেছেন সেখানে আটকে থাকা ভারতীয়দের। কখনও আবার করোনার ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন। আর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিজের সংসদীয় কার্যালয়কে আইসোলেশন বিভাগে রূপান্তরিত করলেন দেব। এবার থেকে তাঁর সংসদীয় কার্যালয়টি করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।

করোনা পরিস্থিতিতে তাঁর সংসদীয় এলাকা ঘাটালের বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর নিচ্ছেন দেব। প্রতিটি হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে খবরাখবর নিচ্ছেন তিনি। এরই মাঝখানে করোনা পরিস্থিতিতে মানুষকে সাহায্য করার জন্য আরও এক ধাপ অগ্রসর হলেন সাংসদ ও অভিনেতা। স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলার পর নিজের সংসদীয় কার্যালয়কে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করলেন তিনি। টুইটারে তার ভিডিও পোস্ট করেছেন দেব। লিখেছেন. রাজনীতিকে দূরে সরিয়ে এখন মানুষের পাশে দাঁড়াবার সময়। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার ফলে কিছু মানুষ উপকৃত হবেন বলে আশা করেছেন দেব। অন্যান্য রাজনৈতিক দলের কাছে তিনি আবেদন করেছেন, তারাও যেন তাদের দলীয় কার্যালয়গুলিকে মানুষের উপকারে লাগান। এই আইসোলেশন সেন্টারের দায়িত্ব আপাতত বর্তেছে সমাজসেবী সীতেশ ধাড়ার কাঁছে। তিনিই সমস্ত কিছু তদারকি করছেন।

 

 

আরও পড়ুন: পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না সুশান্তের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

এদিকে কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে দেবের দীর্ঘদিনের হাউজ ম্যানেজার এবং দলের অন্যতম সদস্য উত্তমের করোনা হয়েছে। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু উত্তম উপসর্গহীন বলে জানিয়েছেন দেব। তাই তাঁকে আপাতত হাসপাতালে ভর্তি করা হচ্ছে না বলে খবর। বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা হবে উত্তমের। অনুরাগীদের কাছে দেবে অনুরোধ করেছেন, কেউ যেন তাঁকে বা তাঁর পরিবারের বাকি সদস্যদের নিয়ে আতঙ্ক না ছড়ান। কারণ তিনি ও তাঁর পরিবারের সবাই আপাতত সুস্থ রয়েছেন। তাঁদের করোন পরীক্ষা করা হয়েছিল এবং পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সতর্কতার খাতিরে আপাতত দেব এবং পরিবারের প্রত্যেককে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *