‘ভুতু’-‘শ্রীময়ী’র পর ফের হিন্দি ভাষায় বাংলা ধারাবাহিক, এবার আসছে ‘নেতাজি’

কলকাতা: সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হিন্দি থেকে অনুপ্রাণিত হয়ে সিরিয়াল সিনেমা বানাচ্ছে বাংলায়। কিন্তু এর উল্টোটাও ঘটে। অনেকসময়ই বাংলা থেকে অনুপ্রেরণা নিয়ে হিন্দি সিরিয়াল বা সিনেমাও বানানো হয়ে থাকে। এর উদাহরণ 'জলেবি' বা 'বেগমজান'। ধারাবাহিকের ক্ষেত্রে 'ভুতু', 'কুসুম দোলা', 'শ্রীময়ী'র মতো একাধিক ধারাবাহিক হিন্দি ভাষায় তৈরি হয়েছে। তবে এবার হিন্দিতে ডাব করে সম্প্রচারিত হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'নেতাজি'।

কলকাতা: সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হিন্দি থেকে অনুপ্রাণিত হয়ে সিরিয়াল সিনেমা বানাচ্ছে বাংলায়। কিন্তু এর উল্টোটাও ঘটে। অনেকসময়ই বাংলা থেকে অনুপ্রেরণা নিয়ে হিন্দি সিরিয়াল বা সিনেমাও বানানো হয়ে থাকে। এর উদাহরণ 'জলেবি' বা 'বেগমজান'। ধারাবাহিকের ক্ষেত্রে 'ভুতু', 'কুসুম দোলা', 'শ্রীময়ী'র মতো একাধিক ধারাবাহিক হিন্দি ভাষায় তৈরি হয়েছে। তবে এবার হিন্দিতে ডাব করে সম্প্রচারিত হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'নেতাজি'।

২০১৯ সালের ১৪ জানুয়ারি শুরু হয় নেতাজি ধারাবাহিক। সুভাষচন্দ্র বসুর ছেলেবেলা থেকে স্বাধীনতা সংগ্রামে হিসেবে তার লড়াইয়ে শামিল হওয়া, আজাাদ হিন্দ ফৌজ গঠন সবই দেখানো হয়। এই ধারাবাহিকে ছোটবেলাকার সুভাষ বসুর ভূমিকায় অভিনয় করেছিল অঙ্কিত মজুমদার। নেতাজির বড়বেলার চরিত্রে অভিনয় করেন টেলিভিশনের পরিচিত মুখ অভিষেক বসু। নেতাজি চরিত্রের জন্য সঙ্গে খাপ খাওয়াতে নিজের চেহারায় বদল এনেছিলেন অভিষেক। তার জন্য প্রশংসিত হয়েছিলেন। তিনি এমনকি চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে ছিলেন। নেতাজির ভিডিও দেখে, বই পড়ে, চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু এর মাঝখানে এসে পড়ে করোনা পরিস্থিতি। ফলে বন্ধ হয়ে যায় ধারাবাহিকের শুটিং। ১৮ মার্চ ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর শোনা যায় যে এবার হয়তো সম্প্রচারে বন্ধ হয়ে যাবে। কিন্তু জল্পনায় জল ঢেলে ১১ জুন সমস্ত সুরক্ষা এবং সতর্কতা মেনে নেতাজির শুটিং শুরু হয়। ১৫ জুন থেকে নতুন এপিসোড টেলিকাস্ট শুরু হয়। সম্প্রতি ১ আগস্ট ধারাবাহিক শেষ হয়ে যায়। এবার শোনা যাচ্ছে এই ধারাবাহিকটি হিন্দি ভাষায় ডাব করে ফের সম্প্রচারিত হবে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে।

কিছুদিন আগেই শোনা যায় হিন্দিতে সম্প্রচারিত হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক 'কুসুম দোলা'। ২০১৬ সালের ২২ আগস্ট শুরু হয়েছিল ‘কুসুম দোলা’ ধারাবাহিকের সম্প্রচার। শুরুর পর থেকেই অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই ধারাবাহিকটি। ২০১৮ সালের ২ সেপ্টেম্বর এটি শেষ হয়। ধারাবাহিকের প্রধান চরিত্র রণজয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কৌশিক। মধুমিতা সরকার ইমনের চরিত্রে অভিনয় করেন। এছাড়া ছিলেন অপরাজিতা ঘোষ দাস। রূপকথার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ধারাবাহিকের কাহিনি বুনেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের। পরিচালনায় ছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং সুজিত পাইন। গত মাসের শেষের দিকেই শোনা যায় হিন্দিতে হতে চলেছে ধারাবাহিকটি। এবার সেই তালিকায় যোগ হল 'নেতাজি'র নামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + twenty =