তালিকায় এবার আমার মেয়ের নাম, অভিনন্দন ভারত, কটাক্ষের সুরে বললেন রিয়ার বাবা

মাদক পাচারের অভিযোগে সুশান্ত সিং রাজপুত মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক'কে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। কটাক্ষের সুরে তাই রিয়া ও শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেছেন, “অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেফতার করেছেন। পরবর্তী তালিকায় আমার মেয়ে।”

মুম্বই: মাদক পাচারের অভিযোগে সুশান্ত সিং রাজপুত মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক'কে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। কটাক্ষের সুরে তাই রিয়া ও শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেছেন, “অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেফতার করেছেন। পরবর্তী তালিকায় আমার মেয়ে।”

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় প্রথম গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর ভাই শৌভিককে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই'য়ের জেরার মুখে পড়েছিলেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ বাবু। যদিও তারপর সংবাদ মাধ্যমের কাছে তিনি কিছুই বলেননি। কিন্তু অবশেষে শনিবার এ নিয়ে মুখ খুললেন তিনি। তিনি জানান, এবার তিনি নিশ্চিত যে তাঁর মেয়েকে গ্রেফতার করা হবে। তিনি ভারতবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা একটা মধ্যবিত্ত পরিবারকে খুব সুন্দর ভাবে ধ্বংস করে দিয়েছেন। যদিও বিচারের জন্য সমস্ত কিছুই ন্যায় সংগত। জয় হিন্দ।”

এনসিবি তরফে জানানো হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে শৌভিক'কে। পাশাপাশি গতকাল সুশান্ত সিং রাজপুতে'র হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা'কে গ্রেফতার করেছে এনসিবি। তাঁকে আদালতে তোলা হলে বুধবার পর্যন্ত এনসিবি'র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রয়াত সুশান্তে'র রাঁধুনি দীপেশ সাওয়ান্তকেও গ্রেফতার করা করেছে এনিসিবি। মাদক পাচার মামলায় সাক্ষীর ভূমিকা পালন করবেন দীপেশ, এমনটাই জানিয়েছে সংস্থা।

অন্যদিকে, আজ, রবিবার রিয়াকে ফের এনসিবি তরফে জেরা করা হবে। এনসিবি তরফে ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা জানিয়েছেন, রিয়া চক্রবর্তীকে সমন পাঠাতে এনসিবির একটি দল গিয়েছিল। রিয়া'কে আজই তদন্তে যোগ দিতে হবে। সেক্ষেত্রে তিনি নিজে আসবেন নাকি সংস্থার কর্মীদের সঙ্গে আসবেন, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এনসিবি আধিকারিকেরা বলেছেন, ভাই শৌভিকের সামনে বসিয়েই রিয়া'কে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =