রিয়ার গ্রেপ্তারির পর মুখ খুললেন বিহারের ডিজিপি, কী বললেন তিনি?

সোমবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার গ্রেপ্তার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সঙ্গে যুক্ত ড্রাগের মামলায় কেন্দ্রীয় এই এজেন্সি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ধৃতদের মধ্যে তিনি দশম। এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তের পাণ্ডে।

 

মুম্বই: সোমবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার গ্রেপ্তার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সঙ্গে যুক্ত ড্রাগের মামলায় কেন্দ্রীয় এই এজেন্সি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ধৃতদের মধ্যে তিনি দশম। এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তের পাণ্ডে।

NCB'র উপ-পরিচালক কেপিএস মালহোত্রা পর পর তৃতীয় দিন ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের পর ঘোষণা করেন রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়ার পরিবারকে অবহিত করার যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। রবিবার তিনি ৬ ঘণ্টা এবং সোমবার ৮ ঘণ্টা NCB'র দক্ষিণ মুম্বইয়ের অফিসে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় অভিনেত্রী ব্যুরো অফিসে পৌঁছোন। তাঁর গ্রেপ্তারের ঘোষণা করা হয় ৫ ঘণ্টা পর। NCB'র এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

রিয়া চক্রবর্তীর পরিবার এবং আইনজীবী ইঙ্গিত দিয়েছিলেন যে শুক্রবার তাঁর ভাই সৌভিককে গ্রেপ্তার করার পরে তাঁরা রিয়ার গ্রেপ্তারের প্রত্যাশা করেছিলেন। রিয়ার বাবা লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে বলেছিলেন, “অভিনন্দন ভারত। আপনি আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন। আমি নিশ্চিত যে এর পরই লাইনে রয়েছে আমার মেয়ে। আমি জানি না তারপর কে রয়েছে।” রবিবার NCB রিয়াকে জিজ্ঞাসাবাদ করার আগে তাঁর আইনজীবী সতীশ মানেশিন্দে বলেছিলেন, “রিয়া চক্রবর্তী গ্রেপ্তারের জন্য প্রস্তুত। কারণ এটি ডাইনি শিকার।”  তাঁর আইনজীবী মানশিন্ডে বলেন, “তিনটি কেন্দ্রীয় সংস্থা এক মহিলাকে শ্বাসরোধ করছে। কারণ তিনি মুম্বইয়ের পাঁচজন শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন একজন মাদকসেবীর প্রেমে পড়েছিলেন। যিনি অবৈধভাবে পরিচালিত ড্রাগ সেবনের কারণে আত্মহত্যা করেছিলেন।”

আরও পড়ুন: মাদক-যোগে গ্রেফতার রিয়া চক্রবর্তী, নজরে বহু তারকা

সুশান্ত রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারিকে স্বাগত জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, “GodIsWithUs.” বিহারের পুলিশ প্রধান গুপ্তেশ্বর পান্ডে, যিনি রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এই মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করার আগে ফৌজদারি মামলা শুরু করেছিলেন, তিনি বলেছেন তদন্তে এই অভিনেত্রীকে ফাঁস করে দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “রিয়া চক্রবর্তীর সবকিচু এখন সবার চোখের সামনে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে যে তাঁর যোগাযোগ ছিল, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =