জয়ার বক্তব্যে হুমকির মুখে বচ্চন পরিবার, নিরাপত্তা ব্যবস্থা বাড়াল মহারাষ্ট্র সরকার

মুম্বই: জয়া বচ্চন ও কঙ্গনা রানাউত দ্বৈরথ অনেকদূর এগিয়েছে। এবার এই কারণেই প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিক জয়া বচ্চন এবং তাঁর পরিবারের জন্য মহারাষ্ট্র সরকার ‘প্যারামিটার সিকিউরিটি’র সিদ্ধান্ত নিয়েছে। যারা চলচ্চিত্রের শিল্পের ভাবমূর্তি নষ্ট করছে সম্প্রতি জয়া বচ্চন তাদের নিন্দা করেছেন জ্বালাময়ী ভাষায়। এরপর যাতে অভিনেত্রীর উপর তার কোনও প্রভাব না পড়ে তার জন্য এই বন্দোবস্ত।

a2e31dda44d18adb069c402062f21861

 

মুম্বই: জয়া বচ্চন ও কঙ্গনা রানাউত দ্বৈরথ অনেকদূর এগিয়েছে। এবার এই কারণেই প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিক জয়া বচ্চন এবং তাঁর পরিবারের জন্য মহারাষ্ট্র সরকার ‘প্যারামিটার সিকিউরিটি’র সিদ্ধান্ত নিয়েছে। যারা চলচ্চিত্রের শিল্পের ভাবমূর্তি নষ্ট করছে সম্প্রতি জয়া বচ্চন তাদের নিন্দা করেছেন জ্বালাময়ী ভাষায়। এরপর যাতে অভিনেত্রীর উপর তার কোনও প্রভাব না পড়ে তার জন্য এই বন্দোবস্ত।

আরও পড়ুন: অভিনেতা দেবের সিনেমা ভাবনায় তৈরি হচ্ছে এবারের পুজোর থিম!

এক সংবদামাধ্যমে জানানো হয়েছে, সরকার সেই বাড়ির অমিতাভ বচ্চন, জয়া, অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যার চারপাশে সুরক্ষা জোরদার করেছে। তাদের দুটি বাংলো জলসা ও প্রতীক্ষায় মোতায়ন থাকবে সুরক্ষা ব্যবস্থা। সংসদে বাদল অধিবেশন চলাকালীন জয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিকে রক্ষার জন্য মন্তব্যের পর থেকে বাচ্চন পরিবার সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত হুমকির মুখে পড়ছে। যদি এই হুমকির পর বচ্চন পরিবারকে কোনও সমস্যায় পড়তে হয়, তাই আগে থেকেই পদক্ষেপ করছে মহারাষ্ট্র সরকার। সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে “সতর্কতামূলক ব্যবস্থা” হিসাবে এলাকায় সুরক্ষা বাড়ানো হলেও পরিবার কোনও বিশেষ সুরক্ষা পাবে না।

আরও পড়ুন: আপনার ছেলে-মেয়েকে টার্গেট করা হলে কী বলতেন? পরিবার টেনে জয়াকে খোঁচা কঙ্গনার

বচ্চন পরিবারের এই দুটি বাংলো খুব সুপরিচিত এবং এর অবস্থানও সবার জানা। এই পরিবার হুমকি পাওয়ার পর তাই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সংসদে জয়ার মন্তব্যগুলি মিশ্র প্রতিক্রিয়ার পায়। কয়েকজন তাঁকে নিন্দা করেন। আবার বলিউডের একাধিক তারকা এবং ভক্তরা তাঁকে এ কথা বলার জন্য প্রশংসাও করেন। অভিনেত্রী তাপসি পান্নু, দিয়া মির্জা, জেনেলিয়া দেশমুখ, সোনম কাপুর, চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহা, শাবানা আজমি, প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা জয়া বচ্চনের বক্তব্যকে সমর্থন করেন। প্রবীণ এই অভিনেত্রী তাঁর সংসদের ভাষণে কোনও নাম নেননি। তবে তাঁর নিশানায় যে অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষেণ ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইন্ডাস্ট্রিতে ড্রাগ চক্র ও ড্রাগে আসক্তির কথা সম্প্রতি তারা বলেছেন। এই নিয়ে কঙ্গনা জয়া বচ্চনকে অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দার কথা তুলেও আক্রমণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *