মৃত্যুর আগে ১০০ নম্বর ডায়াল করেছিলেন সুশান্তের ম্যানেজার দিশা!

মুম্বই: মাত্র ৬ দিনের ব্যবধানে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। ১৪ জুন সুশান্তের ও দিশার ৮ জুন প্রয়াণ ঘটে। তারপর থেকে দুজনের মৃত্যুর ঘটনার মধ্যে অনেকে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। সম্প্রতি দিশার আত্মহত্যা নিয়ে এক নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে দিশা সালিয়ান তাঁর ফোন থেকে ১০০ ডায়াল করেছিলেন।

মুম্বই: মাত্র ৬ দিনের ব্যবধানে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। ১৪ জুন সুশান্তের ও দিশার ৮ জুন প্রয়াণ ঘটে। তারপর থেকে দুজনের মৃত্যুর ঘটনার মধ্যে অনেকে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। সম্প্রতি দিশার আত্মহত্যা নিয়ে এক নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে দিশা সালিয়ান তাঁর ফোন থেকে ১০০ ডায়াল করেছিলেন।

এনিয়ে কোনও তথ্য সরকারি তরফে প্রকাশ করা না হলেও এমনই ইঙ্গিত মিলেছে সম্প্রতি। আর এই দেওয়ার খবর প্রকাশের পরে থেকেই মুম্বই পুলিশ এটি মিথ্যা বলে জানিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দিশা তাঁর বন্ধু অঙ্কিতার কাছে শেষ ফোন কল করেছিলেন। মুম্বই পুলিশ থেকে এই বক্তব্য উঠে এসেছে বিজেপি বিধায়ক নীতেশ রানের চমকপ্রদ দাবি করার পরে। তিনি দাবি করেন যে দিশা সলিয়ানের প্রেমিক রোহন রাই ৮ জুন রাতে পার্টি অনুষ্ঠিত হওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। রেনের অভিযোগ, দিশা পুলিশকে ফোন করেছিলেন এবং রোহন সব জানেন। তবে তিনি নিজের জীবনের আশঙ্কা করছেন। তাই তিনি লুকিয়ে রয়েছেন। রানে বলেন যে, রোহন যদি বেরিয়ে এসে ৮ জুন রাতে দলটির কথা সবাইকে না জানান তবে তিনি নিজেই সিবিআইকে সব কিছু বলবেন।

আরও পড়ুন: ‘৫০ গ্রাম গাঁজা লাগবে’ ড্রাগ ডিলারের সঙ্গে শৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

রানে অভিযোগ করেছিলেন, “এই মামলায় জড়িত গোপন কথা রোহনই জানেন। এমন পরিস্থিতিতে রোহনের জীবনকেও হুমকির সম্মুখীন হতে পারে।” নীতেশ রানে জানিয়েছেন, দিশার সঙ্গী রোহনের সুরক্ষা চেয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন। তিনি আরও জানান, ৮ জুন পার্টিতে দুর্ঘটনার পরে দিশা ১০০ নম্বরে ফোন করেছিলেন। মহারাষ্ট্রের কনকওয়ালি আসন থেকে বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে নীতেশ বলেছেন যে দিশা যখন ৮ জুন পার্টিতে হেনস্তা ও শ্লীলতাহানির শিকার হয়েছিলেন, তখন তিনি সুশান্তকেও বলেছিলেন। রানে পুরো বিষয়টি নিয়ে রোহনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিল। রানের অভিযোগ, হয়তো কোনও শক্তিশালী ব্যক্তি রোহনকে মুম্বই ছাড়ার জন্য চাপ দিয়েছিলেন। সুশান্ত সিং রাজপুত এবং দিশা সালিয়ানের মৃত্যুর রহস্য একে অপরের সঙ্গে যুক্ত। তবে মুম্বই পুলিশ দিশা অ্যাঙ্গেল তদন্ত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 5 =