মুম্বই: রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীর বিচারবিভাগীয় হেফাজত ৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাদকদ্রব্য সংগ্রহের অভিযোগে রিয়াকে ৮ সেপ্টেম্বর গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। তার পরের দিনই তাকে মুম্বইয়ের বাইকুলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এখনও অবধি সুসন্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং রান্নাঘর দীপেশ সাওয়ান্ত সহ ১৮ জনকে এনসিবি গ্রেফতার করেছে।
এদিকে, রিয়া চক্রবর্তী এবং সৌভিক জামিন চেয়ে বম্বে হাই কোর্টে গিয়েছেন। তাঁদের আইনজীবী সতীশ মানেশিন্দে জানিয়েছেন, আগামীকাল (২৩ সেপ্টেম্বর) জামিনের আবেদনের শুনানি হবে। রিয়া চক্রবর্তীর জয়া সাহার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) পুনরুদ্ধারের পরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় জড়িয়ে পড়ে। ইডি এই মামলায় আর্থিক তছরূপের বিষয়টি অনুসন্ধান করছে। তারা সেই চ্যাটগুলিতে অ্যাক্সেস করেছিল যেখানে ড্রাগের উল্লেখ ছিল। এরপরে ইডি এনসিবিকে মামলার ড্রাগ অ্যাঙ্গেল তদন্ত করতে বলেছে। এনসিবির তদন্তের ফলে বেশ কয়েকটি গ্রেফতারি হয়েছিল। এনসিবি কর্তৃক ১০ জন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। তারা অভিযোগ করেছে বলিউডের বিভিন্ন সেলিব্রিটিদের মাদক সরবরাহ করত তারা। ২১ সেপ্টেম্বর এনসিবি সেলিব্রিটিদের ড্রাগ সরবরাহে জড়িত থাকার বিষয়ে জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে। জয়া সাহার প্রশ্নোত্তর আজও চলবে। সুশান্তের ব্যবস্থাপক শ্রুতি মোদীকেও আজ এনসিবি জিজ্ঞাসাবাদ করবে।
আর ওপড়ুন: ড্রাগ মামলায় উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম, ফাঁস বিস্ফোরক চ্যাট
সোমবার এনসিবি জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তাঁর সঙ্গে রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যায় প্রকাশ্যে এসেছে। চার ঘণ্টা তাঁকে জিজ্ঞসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই মহিলাকে মাদকের বিষয়ে আলোচনা করছিলেন। জয়া রিয়াকে সুশান্ত সিং রাজপুতের চা বা কফিতে কয়েক ফোঁটা পদার্থ ব্যবহার করার পরামর্শ দিয়েছিল। বার্তাটিতে লেখা রয়েছে, “চায়ে ৪ ফোঁটা ব্যবহার করুন। ৩০-৪০ মিনিট পর এগুলি কাজ শুরু করবে।” পরে জানা যায়, দুজনেই সিবিডি তেল নিয়ে আলোচনা করছিলেন। মঙ্গলবার রিয়ার ম্যানেজার শ্রুতি মোদীর সঙ্গে আবার জয়া ফোন করেছে এনসিবি।
এনসিবি সূত্রে জানা গিয়েছিল যে তদন্তের সময় দীপিকা পাডুকোনের নাম হোয়াটসঅ্যাপ চ্যাটে ছড়িয়ে পড়েছিল। কর্মকর্তারা কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে কর্মরত তার ম্যানেজার কারিশ্মার সঙ্গে অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পান। আড্ডায় অভিনেত্রীকে ম্যানেজারের সাথে ড্রাগ সম্পর্কে আলোচনা করতে দেখা যায়। করিশ্মা জয়া সাহার সঙ্গে ট্যালেন্ট ম্যানেজমেন্ট ফার্মে কাজ করেন। এনিসিবি করিশ্মাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এর আগে সূত্র থেকে জানা গিয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিংহ এবং সিমোন খাম্বাতা প্রসঙ্গে অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনতে পারে।